অভিশাপ লেগেছে কেরিয়ারে! ‘আচার্য’র ব‍্যর্থতার পর নিজের পকেট থেকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন রাম চরণ

বাংলাহান্ট ডেস্ক: ব্লকবাস্টার ছবি ‘আর আর আর’ (RRR), যে ছবি নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল ভারতীয় ফিল্ম জগতে। প‍্যান ইন্ডিয়া ছবির নতুন অর্থ বের করেছেন পরিচালক এস এস রাজামৌলি। রাম চরণ (Ram Charan) এবং জুনিয়র এনটিআরের নতুন রূপ দেখেছিল দর্শকেরা। ১০০০ কোটি ছাড়িয়ে গিয়েছিল ব‍্যবসার পরিমাণ। অথচ তারপরেই ব‍্যর্থতার মুখে পড়তে হল রাম চ‍রণকে।

আর আর আর এর পরপরই বাবা সুপারস্টার চিরঞ্জিবীর (Chiranjeevi) সঙ্গে জুটি বেঁধে ‘আচার্য’ ছবিতে অভিনয় করেন চরণ। ১৪০ কোটি টাকা বাজেটে তৈরি ছবি বক্স অফিসে প্রায় ৭৬ কোটি টাকা তুলেই দৌড় শেষ করে। ফলতঃ ব‍্যাপক ক্ষতির মুখে পড়ে প্রযোজক এবং ডিস্ট্রিবিউটররা।

xramcharan 1641038948.jpg.pagespeed.ic .ugE22CHMBT
শোনা গিয়েছিল, ২৫ জন ডিস্ট্রিবিউর পরিচালক কোরাতালা শিবার বাইরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। ক্ষতিপূরণ না পেলে চিরঞ্জিবীর বাড়ির বাইরেও বিক্ষোভ প্রদর্শন করার হুমকি দিয়েছিলেন তাঁরা। আচার্য ছবিটি নিয়ে প্রত‍্যাশা তুঙ্গে ছিল নির্মাতাদের। আর আর আর এ রাম চরণের জনপ্রিয়তা আর বাবা ছেলের রসায়নের উপরে বাজি রেখে এগিয়েছিলেন নির্মাতারা। কিন্তু ফল আশানুরূপ হয়নি।

1598080393 chiranjeevi 1
একজন ডিস্ট্রিবিউটর নাকি আচার্যর মুক্তির আগের উন্মাদনা দেখে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেছিলেন ছবিতে‌। এখন ছবি ব‍্যর্থ হওয়ার পর তিনি নাকি ক্ষতিপূরণ চেয়ে চিঠি দিয়েছেন চিরঞ্জিবীকে। ক্রমাগত বিক্ষোভ বাড়তে দেখে বাবা ছেলের জুটি নাকি নিজেদের পকেট থেকে ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছেন বাধ‍্য হয়ে।

এমন পরিস্থিতিতে আবারো প্রশ্ন উঠছে ব্লকবাস্টার ছবির অভিনেতাদের ভাগ‍্য নিয়ে। রাজামৌলির ছবি ‘বাহুবলী’র সাফল‍্যের পর থেকেই কেরিয়ারে ভাঁটার টান চলছে প্রভাসের। রাম চরণেরও হাল তেমনি। আগামীতে আর সি ১৫ এবং আর সি ১৬ দুটি ছবিতে দেখা যাবে রাম চরণকে। অন‍্যদিকে চিরঞ্জিবী শুটিং করছেন গডফাদার ছবির জন‍্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর