বাংলাহান্ট ডেস্ক: মা হওয়ার ইচ্ছাই ছিল না। বিয়ের পর দীর্ঘ এক দশক ধরে তাই এ ব্যাপারে কোনো উচ্চবাচ্যই করেননি রাম চরণ (Ram Charan) এবং তাঁর স্ত্রী উপাসনা কোনিডেলা (Upasana Konidela)। কিন্তু মাতৃত্বসুখ লেখাই ছিল উপাসনার কপালে। তাই অনেকটা দেরি করে হলেও সিদ্ধান্ত বদলালেন তারকা দম্পতি। রথযাত্রার শুভ দিনে বাড়িতে নতুন সদস্য এল তাঁদের।
মা হলেন উপাসনা। কন্যা সন্তানের বাবা হলেন ‘আর আর আর’ খ্যাত রাম চরণ। সোমবার সন্ধ্যায় হায়দ্রাবাদের এক হাসপাতালে উপাসনা ভর্তি হন বলে খবর। মঙ্গলবারেই এল সুখবর। হাসপাতালের তরফে একটি বিবৃতিতে সুখবর শেয়ার করে জানানো হয়েছে, মা এবং সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছে।
২০১২ সালে বিয়ে করেছিলেন রাম চরণ এবং উপাসনা। কিন্তু বিয়ের দশ বছরেও কোনো সুখবর দেননি তাঁরা। বরং উপাসনা জানিয়েছিলেন, তাঁর মা হওয়ার আদৌ কোনো ইচ্ছাই নেই। অভিনেতার স্ত্রী স্বেচ্ছায় মা হননি। কিন্তু সর্বক্ষণ লোকজনের জেরার মুখে পড়ে পড়ে বিরক্তও হতেন উপাসনা।
কিন্তু বিয়ের ১১ বছর পর বদলে যায় তাঁর চিন্তা ভাবনা। গত বছর ডিসেম্বরেই সুখবরটা দিয়েছিলেন রাম চরণ এবং উপাসনা। ইনস্টাগ্রামে হনুমানজির একটি ছবি শেয়ার করে একটি স্ত্রীর প্রেগনেন্সির খবর শেয়ার করেছিলেন রাম চরণ। সেখানে লেখা ছিল, ‘শ্রী হনুমানজির আশীর্বাদে আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে উপাসনা এবং রাম চরণের প্রথম সন্তানের আগমন হতে চলেছে।’ সঙ্গে রাম চরণের বাবা মা চিরঞ্জিবী এবং সুরেখা কোনিডেলা আর উপাসনার বাবা মা শোভনা এবং অনিল কামিনেনির নামও উল্লেখ করা হয়েছিল বিবৃতিতে।
চলতি বছরটা নিঃসন্দেহে সৌভাগ্য বহন করে এনেছে রাম চরণের জন্য। অস্কার জয়ের পর এবার প্রথম সন্তানের বাবাও হলেন তিনি। কিন্তু এর আগে সন্তান না নেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে মুখ খুলেছিলেন অভিনেতা। জানিয়েছিলেন তাঁদের এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ।
তিনি বলেছিলেন, “মেগাস্টার চিরঞ্জিবীর ছেলে হিসাবে আমার কর্তব্য অনুরাগীদের খুশি রাখা। আমি যদি এখন পরিবার বাড়াই তাহলে হয়তো আমার লক্ষ্য থেকে সরে যাব। উপাসনারও কিছু লক্ষ্যপূরণ করার আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন কয়েক বছর সন্তান নেব না।”