মাত্রা ছাড়ানো পশুপ্রেম, চিড়িয়াখানা থেকে দুটি সিংহ শাবক দত্তক নিলেন তেলুগু সুপারস্টারের স্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: পশুপ্রেমী অনেকেই হয়। কিন্তু এমন ঘটনা খুব একটা শোনা যায় না। বিস্ময়কর কাণ্ড ঘটালেন তেলুগু অভিনেতা রাম চরণের (ram charan) স্ত্রী উপাসনা কামিনেনি। তাঁর নিজস্ব পরিচয়ও রয়েছে। তিনি একাধারে সমাজসেবিকা এব‌ং পশুপ্রেমী। আর সেই থেকেই দুই সিংহ শাবককে দত্তক নিয়েছেন তিনি।

হায়দ্রাবাদের নেহরু জুলজিকাল পার্ক থেকে শাবক দুটিকে দত্তক নিয়েছেন রাম চরণের স্ত্রী। সেই চিড়িয়াখানার তরফেই এই দত্তক নেওয়ার ঘটনাকে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। এখন থেকে ওই দুই সিংহ শাবকের খাবার, থাকার জায়গা সহ সমস্ত কিছুর দায়িত্ব নিজের কাঁধে নিলেন উপাসনা। দুই শাবকের নামও রেখেছেন তিনি, ভিকি ও লক্ষ্মী।

ram charan wife upasana are style personified at niharika konidelas wedding001
২ লক্ষ টাকার বিনিময়ে সিংহ শাবকদুটিকে দত্তক নেওয়া হয়েছে বলে খবর। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানেরও প্রশংসা করেছেন উপাসনা। এই চিড়িয়াখানায় প্রায় ২০০ জীব জন্তু রয়েছে। কিন্তু সর্বত্র এত পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে যা সত‍্যিই তারিফের যোগ‍্য। চিড়িয়াখানার মালিক সহ তাঁর গোটা টিমকে শুভেচ্ছা জানিয়েছেন উপাসনা।

অ্যাপোলো হাসপাতালের সঙ্গেও যুক্ত আছেন অভিনেতার স্ত্রী। সেখানে ভর্তি হওয়া অসহায় রোগীদের দায় দায়িত্বও নেন তিনি। পাশাপাশি ফিটনেসের দিকেও বিশেষ নজর উপাসনার। প্রায়শই সোশ‍্যাল মিডিয়ায় শরীরচর্চার ভিডিও শেয়ার করেন তিনি। নেটমাধ‍্যমে বেশ সক্রিয় থাকেন উপাসনা।

এমন স্ত্রীয়ের স্বামীও কিন্তু রীতিমতো জনপ্রিয়। তেলুগু ইন্ডাস্ট্রির অন‍্যতম নামী অভিনেতা রাম চরণ। বহু হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। আগামীতে এস এস রাজামৌলির ‘আর আর আর’ ছবিতে দেখা যাবে তাঁকে। ছবিতে রয়েছেন জুনিয়র এনটিআর, আলিয়া ভাট, অজয় দেবগণরাও। এছাড়াও আচার্য ছবিতেও দেখা যাবে রাম চরণকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর