সন্তান মানেই বোঝা, কাজের ক্ষতির ভয়ে মা হতে চান না রাম চরণ-পত্নি উপাসনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: তেলুগু সুপারস্টার রাম চরণ (Ram Charan)। ‘আর আর আর’ এর পর তো আরো বেড়েছে তাঁর জনপ্রিয়তা। তবে তাঁর স্ত্রী উপাসনা কামিনেনিও (Upasana Kamineni) কিন্তু কম যান না। অভিনয় জগতের সঙ্গে যুক্ত না হলেও তিনি একজন সফল উদ‍্যোক্তা এবং সমাজসেবী। তবে এত গুণ থাকা সত্ত্বেও একটা প্রশ্নের সম্মুখীন বারবার হতে হয় তাঁকে। এখনো পর্যন্ত মা হননি কেন তিনি?

রাম চরণ ও উপাসনার বিয়ের দশ বছর হয়ে গেলেও এখনো সন্তান সুখ পাননি রাম চরণ আর উপাসনা। বা বলা ভাল, ইচ্ছা করেই পেতে চাননি। হ‍্যাঁ, অভিনেতার স্ত্রী স্বেচ্ছায় মা হননি। কিন্তু সর্বক্ষণ লোকজনের জেরার মুখে পড়ে পড়ে বিরক্ত উপাসনা। সদগুরুর সামনে সেই বিরক্তিটা প্রকাশ করেই ফেললেন তিনি।


উপাসনা প্রশ্ন করেন, সবাই কেন এটা ভাবেন যে তিনি সন্তান জন্ম দিতে পারেন কিনা সেটা জিজ্ঞাসা করা সবার দায়িত্ব? উত্তরে সদগুরু বলেন, যে সমস্ত মহিলারা সম্পূর্ণ স্বাস্থ‍্যবতী কিন্তু তবুও স্বেচ্ছায় সন্তান ধারণ করেন না তাদের জন‍্য পুরস্কারের ব‍্যবস্থা করছেন তিনি। কারণ তারা খুব মহৎ কাজ করছেন।

অন‍্য পশুদের প্রজাতি বিপন্ন, তাই তারা বেশি করে সন্তান জন্ম দিলেও ক্ষতি নেই। কিন্তু মানুষের সংখ‍্যা দিন দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তাই মহিলারা যদি সিদ্ধান্ত নেন যে সন্তান জন্ম দেবেন না সেটা ভালোই বলে মন্তব‍্য করেন সদগুরু। যদিও উপাসনা মজা করে বলেন, সদগুরুর এই মন্তব‍্যের জন‍্য হয়তো তাঁর মা আর শাশুড়ি মা ফোন করতে পারেন তাঁকে।

https://www.instagram.com/tv/Cfl6KOshD-n/?igshid=YmMyMTA2M2Y=

কিন্তু উপাসনার এই সিদ্ধান্তের কারণটা ঠিক কী? একবার বিষয়টা নিয়ে প্রকাশ‍্যেই মুখ খুলেছিলেন রাম চরণ। তিনি বলেছিলেন, “মেগাস্টার চিরঞ্জিবীর ছেলে হিসাবে আমার কর্তব‍্য অনুরাগীদের খুশি রাখা। আমি যদি এখন পরিবার বাড়াই তাহলে হয়তো আমার লক্ষ‍্য থেকে সরে যাব। উপাসনারও কিছু লক্ষ‍্যপূরণ করার আছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন কয়েক বছর সন্তান নেব না।”

X