এক টানা ৩৯ দিন পুলিসকে চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রামগোপাল ভার্মা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: পুলিসের দায়িত্ববোধে খুশি হয়ে পুলিশকে টানা ৩৯ দিন চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রামগোপাল ভার্মা। শুধু তাই নয়, তাঁর যদি দ্বিতীয় মেয়ে থাকত তবে পুলিসের সঙ্গেই তাঁর বিয়ে দিতেন।এই রকম ইচ্ছা প্রকাশের পেছনে রয়েছে একটি ঘটনা।আসলে শনিবার একটি রয়্যাল এনফিল্ড বাইকে চেপে হায়দরাবাদের মুসাপেতে তেলুগু ছবি ‘আইস্মার্ট শঙ্কর’ দেখতে যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও দুই পরিচালক অজয় ভূপতি ও অগ্যস্ত। একটি বাইকে তিনজন।শুধু এটুকুই নয় , হেলমেট নেই কারুর মাথায়। কিন্তু রাস্তায় কোথাও পুলিসের দেখা মেলেনি। থিয়েটারে যাওয়ার পথে এই ভিডিয়ো ট্যুইট করে ভার্মা লেখেন, “পুলিস কোথায়? মনে হয় তারাও হলের ভেতরে আইস্মার্ট শঙ্কর দেখতে ব্যস্ত।’তবে পুলিশের সাথে এইরকম রসিকতার ফলও পেতে হয়েছে তাকে। পরিচালককে পাল্টা ব্যঙ্গ করে ট্যুইট করে সাইবেরাবাদ পুলিস। পুলিশের তরফ থেকে লিখেছে, “ট্রাফিক আইন লঙ্ঘন করা অপরাধ। অভিযোগ দায়ের করার জন্য ধন্যবাদ। আশা করব আপনি নিজেও আইন মেনে চলবেন। তবে শুধু হলে নয়। পুলিস এমন নাটক রাস্তাতেও প্রতিদিন দেখে। ভিডিয়োটিই তার উদাহরণ।” তবে শুধু টুইট ই নয়, প্রয়োজনীয় পদক্ষেপ নেন পুলিশ।বাইকের মালিক বি. দিলীপ কুমারের নামে ১৩৩৫ টাকার জরিমানা করে সেই ছবিও পোস্ট করে পুলিস।।তারপরই পুলিসকে ব্যঙ্গ করে পুলিশকে টানা ৩৯ দিন চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

কিছুদিন আগেই ‘আইস্মার্ট শঙ্কর’-এর সাফল্যের পার্টিতে গিয়ে আরো একটি কাণ্ড ঘটিয়েছিলেন ভার্মা। নিজের গায়ে মদ ঢেলে সেই অবস্থায় ছবির পরিচালক পুরি জগন্নাথ ও অভিনেত্রী চার্মি কউরকে আলিঙ্গন করেন তিনি। বিতর্কে নাম উঠে আসে তার।

সম্পর্কিত খবর

X