বলিউড-মিডিয়া সংঘাত, মুখ খুলেই বিষ্ফোরক মন্তব‍্য রাম গোপাল ভার্মার

বাংলাহান্ট ডেস্ক: বলিউড (bollywood) এখন মিডিয়ার (media) একাংশের বিরুদ্ধে প্রযোজনা সংস্থা (production house) গুলির সংঘাত নিয়ে সরগরম হয়ে রয়েছে। সুশান্ত মামলা নিয়ে বলিউডের প্রথম সারির তারকাদের মানহানির অভিযোগ তুলে কয়েকটি বেসরকারি সংবাদ সংস্থা তথা সাংবাদিকের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে পিটিশন দাখিল করেছে খ‍্যাতনামা প্রযোজনা সংস্থা গুলি।

এই বিষয়ে নানা জনে নানান মত প্রকাশ করছেন। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন পরিচালক রাম গোপাল ভার্মা (ram gopal verma)। একে বলিউডের তরফে নেওয়া ‘ঠান্ডা ও বিলম্বিত’ পদক্ষেপ বলে মন্তব‍্য করেছেন তিনি।

148772

টুইটে তিনি লিখেছেন, ‘বলিউড যে প্রতিক্রিয়া দিয়েছে তা যেমন অত‍্যন্ত বিলম্বিত তেমনই অত‍্যন্ত ঠান্ডা। যেভাবে প্রথম সারির তারকারা দিল্লি হাই কোর্টে অভিযোগ করেছেন ঠিক যেমন স্কুলের বাচ্চা শিক্ষককে বলে, টিচার টিচার ওই অর্ণব আমাকে গালি দিচ্ছে।’

প্রসঙ্গত, গত ১২ অক্টোবর দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে বলিউডের প্রযোজনা সংস্থা গুলি। রিপাবলিক টিভি, টাইমস নাও এর মতো প্রখ‍্যাত সংবাদ সংস্থা তো বটেই, অর্ণব গোস্বামী, নভিকা কুমার, প্রদীপ ভান্ডারি ও রাহুল শিবশঙ্কর নামে চার সাংবাদিকের নামও এই পিটিশনে রয়েছে বলে জানা গিয়েছে।

প্রযোজনা সংস্থা গুলির অভিযোগ, সুশান্তের মৃত‍্যুর পর গোটা বলিউডকে নানা রকম ভাবে হেনস্থা ও অপমান করেছে এই সংবাদ সংস্থা গুলি। বলিউড তারকাদের বিরুদ্ধে ভুয়ো খবর রটানো, তাদের মাদকাসক্ত তকমা দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে দুবাইয়ের টাকায় বলিউড তারকাদের এই দুর্গন্ধ দূর হবে না। বলিউড তারকাদের এই সম্মান হানির কারনেই সংবাদ সংস্থা তথা সাংবাদিকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রযোজনা সংস্থা গুলি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর