বাংলাহান্ট ডেস্ক: যা এতদিন আড়ালে ছিল, বুধবার থেকেই সেই বিবাদ এখন অনেকটাই প্রকাশ্যে। বলিউড (Bollywood) নাকি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি (South Film Industry) কে বড়? এই প্রশ্নটাই এখন মুখে মুখে ঘুরছে নেটনাগরিকদের। সদ্য হিন্দি ভাষা নিয়ে একপ্রস্থ ঝামেলা হয়ে গিয়েছে অজয় দেবগণ ও কিচ্চা সুদীপের মধ্যে। বিতর্কে আরো ধুনো দিলেন পরিচালক রাম গোপাল ভার্মা (Ram Gopal Verma)।
বিতর্কিত ছবি বানানো এবং ততোধিক বিতর্কিত মন্তব্য করার জন্য বিশেষ পরিচিতি আছে আর জি ভির। এবারেও একই কাণ্ড ঘটিয়েছেন তিনি। পরিচালকের মতে, বলিউড ইন্ডাস্ট্রির তারকারা দক্ষিণের তারকাদের জনপ্রিয়তা আর সাফল্য দেখে নিরাপত্তাহীনতায় ভুগছে।
বিতর্কের সূত্রপাত হয় কন্নড় অভিনেতা কিচ্চা সুদীপের একটি মন্তব্যের জন্য। সম্প্রতি তিনি বলেন, “সবাই বলছে কন্নড় ইন্ডাস্ট্রিতে একটি সর্বভারতীয় ছবি তৈরি হয়েছে। আমি একটু সংশোধন করতে চাই। হিন্দি আর রাষ্ট্রভাষা নেই। ওরা (বলিউড) আজকাল সর্বভারতীয় ছবি বানাচ্ছে। ওরা সাফল্য পাওয়ার জন্য তেলুগু, তামিলে ছবির ডাবিং করাচ্ছে। কিন্তু তাও লাভ হচ্ছে না। আজ আমরা যে ছবিগুলো বানাচ্ছি সেগুলো সারা বিশ্বের দর্শক দেখছে।”
পালটা অজয় দেবগণ উত্তর দিতেই বেঁধে যায় গোল। টুইট পালটা টুইটে নেটপাড়া সরগরম। যদিও দিনের দিন নিজেরাই সে বিবাদ মিটিয়ে নিয়েছেন দুজনে। কিন্তু রামগোপাল হয়তো এত তাড়াতাড়ি বিতর্ক মেটায় খুশি নন। তাই তিনি আরেকটু উসকে দিয়েছেন বিতর্কের আগুন।
The base undeniable ground truth @KicchaSudeep sir ,is that the north stars are insecure and jealous of the south stars because a Kannada dubbing film #KGF2 had a 50 crore opening day and we all are going to see the coming opening days of Hindi films
— Ram Gopal Varma (@RGVzoomin) April 27, 2022
সাম্প্রতিক টুইটে রামগোপাল ভার্মা লেখেন, ‘সবথেকে কঠোর আর অকাট্য সত্যিটা হল উত্তরের তারকারা দক্ষিণের তারকাদের নিয়ে হিংসা করে আর নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ এক কন্নড় ছবি কেজিএফ ২ এর হিন্দি সংষ্করণ প্রথম দিনেই ৫০ কোটি টাকার ব্যবসা করেছে। আর আসন্ন হিন্দি ছবিগুলোর প্রথম দিনকার ব্যবসা তো সবাই দেখতেই পাচ্ছি।’
এখানেই থামেননি পরিচালক। সরাসরি বলিউড আর দক্ষিণ ইন্ডাস্ট্রির মধ্যে সরাসরি যুদ্ধের কথাও তুলেছেন তিনি। কিচ্চা সুদীপকেই সমর্থন করেছেন রামগোপাল ভার্মা।