৫৫০ বছরের অপেক্ষার অবসান! রামমন্দিরের গর্ভগৃহে বসলেন রামলালা, প্রকাশ্যে প্রথম ছবি

বাংলাহান্ট ডেস্ক: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন (Ayodhya Ram Mandir Inauguration)। মন্দিরে অভিষেক হবে রামের বিগ্রহের। তাই নতুন রূপে সেজে উঠেছে অযোধ্যা নগরী। সামনেই সেই মহেন্দ্রক্ষন। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এককথায় দেশ জুড়ে সাজো সাজো রব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। সারা দেশবাসী এখন সেই মুহুর্তের জন্য অপেক্ষা করছেন। ১৮ জানুয়ারি লক্ষীবারে গর্ভগৃহে মূর্তিটি স্থাপন করা হয়। এরই মধ্যে প্রকাশ্যে এল মন্দিরের গর্ভগৃহে বসানো রামের প্রথম ছবি (Ram Lalla idol’s first photo)।

বুধবার, মন্দি চত্বরে আনা হয় রামলালার মূর্তি । ৫১ ইঞ্চি রাম লালার মূর্তিটি তৈরি করেছেন মাইসুর বাসিন্দা, কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজ। পাঁচ প্রজন্মের বিখ্যাত ভাস্করদের পরিবারের অরুণ যোগীরাজ বর্তমানে দেশের সবচেয়ে প্রতিভাবান ভাস্কর বলে জানা গিয়েছে। অরুণের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi)।

আচ্ছাদনে মোড়া, রাম লালার মূর্তির প্রথম ছবি, বৃহস্পতিবার গর্ভগৃহে স্থাপন অনুষ্ঠানের সময় সামনে আসে। তার ছবি দেশবাসীর সাথে ভাগ করে নিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের মিডিয়া ইনচার্জ শরদ শর্মা। যদিও, প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালার মূর্তির মুখ এখনও ঢাকা রয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ জানিয়েছে, বৈদিক ব্রাহ্মণ এবং শ্রদ্ধেয় আচার্যরা মন্দিরের পবিত্র চত্বরে পূজা অনুষ্ঠানের নেতৃত্বে ছিলেন। পাশাপাশি রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সদস্যরাও প্রার্থনায় অংশ নিয়েছিলেন।

ram ram ram

আরও পড়ুন: নতুন বছরে ধামাকা! রাজ্যে ফের নতুন ছুটির ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে মিলবে? জারি বিজ্ঞপ্তি

মাকরানা পাথর দিয়ে তৈরি রামলালের আসনটি ৩.৪ ফুট উঁচু। রাম লালার অভিষেক অনুষ্ঠানের সাথে যুক্ত এক পুরোহিত অরুণ দীক্ষিত এই বিষয়ে সংবাদসংস্থা পিটিআই কে জানিয়েছেন, ট্রাস্টের সদস্য অনিল মিশ্র দ্বারা ‘প্রধান সংকল্প’ পরিবেশিত হয়েছে। ‘প্রধান সংকল্প’-এর পিছনে আসল ধারণাটি হল যে ভগবান রামের ‘প্রতিষ্ঠা’ করা হচ্ছে সকলের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য, মানবতার কল্যাণের জন্য এবং যারা এই কাজে অবদান রেখেছেন তাদের জন্যও।”

২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী থাকতে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা অযোধ্যায় এসে জড়ো হতে শুরু করেছেন। ২২ জানুয়ারি অনুষ্ঠানের পরদিন মন্দিরটি জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর