যাদবপুরে ‘রাম-রাম’ স্লোগান দিতেই তুলকালাম! তেড়ে আসল বাম, ধস্তাধস্তিতে রক্তাক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে ৫৫০ বছরের অপেক্ষার অবসান। মূল যজমান হিসেবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (Ayodhya Ram Mandir Inauguration)। ৮৪ সেকেন্ডের মহেন্দ্রক্ষণে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। একদিকে যখন উৎসবের আনন্দে মেতে উঠেছে সকলে, অযোধ্যায় রামের দরবারে আবেগের স্রোত, সেই সময় বাংলায় ভিন্ন চিত্র। ক্রমশ্যই চড়ছে রাজনীতির পারদ।

অশান্তির আশঙ্কা ছিলই। এবার এই আশঙ্কাকেই সত্যি করে রামমন্দির উদ্বোধনের দিন উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। অভিযোগ ক্যাম্পাসে অযোধ্যার অনুষ্ঠান লাইভ স্ট্রিমিং করতে বাধা দেওয়া হয়। এরপরই ঘটে বিপত্তি।

সূত্রের খবর, এদিন অযোধ্যার অনুষ্ঠানেএ লাইভ স্ট্রিমিং করার জন্য প্রোজেক্টর-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সমর্থকেরা। তাদের বাধা দিলে স্ক্রিনিংয়ের দাবিতে পড়ুয়ারাদের একাংশ গ্রিন জোনে বসে পড়েন। রাম-রাম স্লোগান দিতে থাকেন তারা।

ওদিকে পাল্টা অতিবাম সংগঠনের ছাত্রছাত্রীরা ‘ইনকিলাব স্লোগান’ দিতে থাকেন। ক্যাম্পাসের ভিতরেই কার্যত দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি বেধে যায়। এবিভিপির অভিযোগ, বামেরা তাদের উপর চড়াও হয়। ওদিকে খবর পেয়ে ঘটনা সামাল দিতে ৩ নম্বর গেটের সামনে পৌঁছে যান অধ্যাপকদের একাংশ। বন্ধ করে হয় গেট।

সূত্রের খবর, ক্যাম্পাসের ভিতরে ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন সহ উপাচার্য অমিতাভ দত্ত। ওদিকে আহত হয়েছেন সিকিউরিটি হেড মুকুল চন্দ্র দাস। গেটের বাইরে মোতায়েন পুলিশ। জানা গিয়েছে, আজ ক্যাম্পাসের ভিতরে রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হবে বলে একটি পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যাতে লেখা ছিল আয়োজক, ‘JU Students’। এই বিজ্ঞপ্তি সামনে আসতেই নিষেধ করে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে তাও এদিন পড়ুয়াদের একাংশ লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করতে গেলে গোলমাল বেঁধে যায়।

Jadavpur University qw

আরও পড়ুন: অপেক্ষার অবসান, প্রধানমন্ত্রীর হাতে প্রাণপ্রতিষ্ঠা হল রামলালার, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেশ

এই নিয়ে স্ক্রিনিংয়ের পক্ষের পড়ুয়ারা বলেন, “আমরা অনুষ্ঠানের স্ক্রিনিং করছিলাম। পুজো করতাম। প্রসাদ বিতরণ করা হত। সেই সময় বামপন্থী ছেলেমেয়েরা জোর করে ঢোকার চেষ্টা করে। স্লোগান দিতে থাকে। আমাদের গালিগালাজ এমনকী মারধর পর্যন্ত করা হয়েছে।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর