রাজীব মুখার্জী, হাওড়া-রাম মন্দির নিয়ে এতদিন যে বিবাদ চলছিল, নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব চলে আসছিল সেই বিবাদ দ্বন্দের অবসান হলো বলে দাবি করেন মুহূর্তে তিন তালাকের বিরুদ্ধে মামলা কারিণী ও বিজেপি নেত্রী ইশরাত জাহান।
এই মামলাটি দীর্ঘদিন ধরে আদালতে চলছিল। আদালতের কাছে মুসলিম সম্প্রদায়ের মামলাকারীরা প্রমান করতে পারেনি যে ওই জমি তাদের। তবে একজন ভারতীয় হিসেবে আমি চাই রাম মন্দির ওখানে তৈরি হোক। এটা আমাদের কাছে একটা ভালো মুহূর্ত এসেছে যে যেখানে রামের জন্ম হয়েছিল সেই অযোধ্যায় রাম মন্দির তৈরি হোক।
আমাদের ১৩০ কোটি ভারতবাসীর কাছে এটা খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। মহামান্য সুপ্রিম কোর্ট ওখানে যে মন্দির তৈরির নির্দেশ দিয়েছেন তাতে আমি খুব খুশি। ভারতের উচ্চ আদালতের উপরে ভারতবাসীর ভরসা ও বিশ্বাস রয়েছে। কোনো ধর্মের পক্ষপাত না করে এই রায় দিয়েছে উচ্চ আদালত।
এই রায়কে আমাদের স্বীকার করে নেওয়া উচিত। উচ্চ আদালত বরাবরই যে রায় দেন সেটা সঠিক হয় তাই আজকের এই রায়কেও সকলের মেনে নেওয়া উচিত খুশি মনে। এই রায়ের পাশে দাঁড়িয়ে সকলকে সাহায্য সহযোগিতা করা উচিত ও সহমত পোষণ করে উচিত।
রাম মন্দির নির্মাণে সহযোগিতা করা উচিত সকলের। এই রায়ে প্রমান হলো রাজা দশরথের ছেলে রামের জন্ম অযোধ্যাতেই হয়েছিল।