বাংলাহান্ট ডেস্ক: ঐতিহাসিক! ৫৫০ বছরের অপেক্ষার অবসান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাট দিয়ে আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা (Ayodhya Ram Mandir Inauguration)। দুপুর ১২ টার কিছু সময় পর মন্দিরে পৌঁছন প্রধানমন্ত্রী। শুরু হয় প্রাণ প্রতিষ্ঠার আচার। দুপুর ১২.১০ মিনিটে রামলালাকে যে রুপোর মুকুট পরানো হবে সেই মুকুট হাতে রাম মন্দিরের ভিতরে প্রবেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
এদিন মূল যজমান হিসেবে রামলালার প্রাণপ্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা। প্রধানমন্ত্রী ছাড়াও গর্ভগৃহে উপস্থিত রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্য়পাল আনন্দীবেন পটেল, আরএসএস প্রধান মোহন ভগবত ও রাম মন্দিরের প্রধান পুজারীগণ। রাম লালাকে নিজে হাতে আরতি করেন প্রধানমন্ত্রী। অর্চনায় ব্যস্ত নমো।
দুপুর ১২টা বেজে ১৮ মিনিটে রামলালার প্রাণ প্রতিষ্ঠার আগে রীতি মেনে পুজোয় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ঠিক ১২:৫ মিনিটে খুলে যায় মন্দিরের দরজা। ডালা হাতে করে মন্দিরের ভিতরে ঢুকে যান প্রধানমন্ত্রী। সেখানে উপস্থিত পুরোহিতের হাতে ডালা তুলে দেন। ‘তিলক’ পরিয়ে, শান্তিজল ছিটিয়ে রাম মন্দিরের গর্ভগৃহে সংকল্প মোদীর।
আরও পড়ুন: বচ্চন, আম্বানি, সচিন থেকে সোনু, আলিয়া! অযোধ্যায় রামের দরবারে তারকার হাট, আর কারা এলেন?
রামলালার প্রাণপ্রতিষ্ঠার জন্য যে সময় বেছে নেওয়া হয়েছিল, সেই সময় শুভ যোগ তৈরি হয়। ইন্দ্রযোগ, আনন্দযোগ, সর্বার্থসিদ্ধি যোগ, অমৃত সিদ্ধিযোগ, সঞ্জীবনী যোগ এবং রাজযোগ সহ মোট ৬টি যোগ ছিল এই সময়। বেলা ১২ টা ২৯ মিনিট ৮ সেকেন্ড থেকে বেলা ১২ টা ৩০ মিনিট ৩২ সেকেন্ডের মধ্যে রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়।