অযোধ্যার সাথে মিশে গেল বাংলাও! কলকাতায় হু হু করে বিকোচ্ছে বিপুল চাহিদার রাম মন্দির শাড়ি

বাংলাহান্ট ডেস্ক: বারো হাতের শাড়িতে ধরা দিয়েছে ১৬২ ফুটের রাম মন্দির। আঁচল যতবার উড়বে হাওয়ায়, ততবারই দেখা যাবে রাম মন্দিরকে। এখন শহরের সমস্ত শাড়ির দোকান ছেয়ে গেছে রাম মন্দির শাড়িতে। সেই ঐতিহাসিক ক্ষণ রাত পোহালেই। শ‌্যামবাজার, হাতিবাগান, বড়বাজার, গড়িয়াহাট, নিউমার্কেটে অযোধ্যা শাড়ি এখন হট কেক।

গড়িয়াহাটের এক শাড়ি ব্যবসায়ীর মন্তব্য, “সবাই তো আর অযোধ্যায় যেতে পারবে না। টিভিতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে দেখতে এই শাড়ি পরে থ্রিল নেওয়া যাবে।” স‌্যাটিন কাপড়ের এই শাড়ি কেনার জন্য মানুষের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সাধারণের নাগালেই রয়েছে এই শাড়ির দাম। কলকাতার দোকানে অযোধ্যা শাড়ি মিলছে মাত্র দেড় হাজার টাকাতেই।

আরোও পড়ুন : ‘২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলব, পাত্রী কে?’ ব্যাচেলর তকমা ঘোচাতে মরিয়া রুদ্রনীল, দিলেন বড় খবর

নিউমার্কেটের শাড়ি ব‌্যবসায়ী তরুণ ইসানির কথায়, ১০২২ টাকা দাম এই শাড়ির আমার দোকানে। রাম মন্দির উদ্বোধনের তারিখ মাথায় রেখে এই দাম রেখেছি। মন্দির উদ্বোধন 22 জানুয়ারি। খাতায় লিখলে সেটা হয়, ২২/০/১। এটা উল্টে দিয়ে শাড়ির দাম রাখা হয়েছে ১০২২ টাকা। বেশ কিছু দোকান আবার রাম মন্দির শাড়ির সাথে দিচ্ছে উপহার।

আরোও পড়ুন : দুবাইয়ে শঙ্কর আঢ্যর ছেলের সংস্থার হদিস দিল ED, কত টাকা লগ্নি হয়েছে? অঙ্ক শুনলে ভিরমি খাবেন

নিউমার্কেটের মনসা শাড়ি ক্রিয়েশনে শাড়ি কিনলে প্রদীপ দেওয়া হচ্ছে বিনামূল্যে। এই দোকানের কর্মকর্তা নবীন ঈশানি বলছেন, প্রধানমন্ত্রী আগামী ২২ তারিখে দেশ জুড়ে দীপাবলি পালন করার অনুরোধ জানিয়েছেন। তাই আমরা সবাইকে এই প্রদীপ দিয়ে রাজনীতি ধর্ম বর্ণ নির্বিশেষে ২২ তারিখ দীপাবলি পালন করার আবেদন জানাচ্ছি।

lalit sharma and rakesh jain hold a saree with a print of ram temple and lord ram that will be sent free of cost to all the ram temples of india

অভিনব রাম মন্দির শাড়ি কিন্তু বেশ নজর কেড়েছে শাড়ি প্রেমীদের। ১২ হাতের এই শাড়ির মধ্যে তুলে ধরা হয়েছে আড়াই একর জমির ওপর তৈরি ১৬২ ফুটের গোটা মন্দিরটা। এই শাড়ির আঁচলে কোথাও লেখা জয় শ্রী রাম, আবার কোথাও রয়েছে রামের অস্ত্র তীর ধনুক। সব মিলিয়ে বলা যায়, শাড়ি কেনার হিড়িক পড়ে গিয়েছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর