রামনবমীতে অশান্তি! রাজ্যপালের সঙ্গে কথা বললেন অমিত শাহ, পাঠাচ্ছেন আধাসামরিক বাহিনী

বাংলা হান্ট ডেস্ক : রামনবমীর (Ram Nabami) মিছিলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হিংসার চিত্র। সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে বরোদা, মুম্বই (Mumbai) এব‌ং হায়দরাবাদের (Hyderabad) নাম। এ দিকে, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে ১৪৪ ধারা জারি করা হয় বিহারের (Bihar) সাসারামে (Sasaram)। যার জেরে বাতিল হয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah)সফর। এই বিষয় নিয়ে শাহ আলোচনা করেন বিহারের রাজ্যপালের (Governor of Bihar) সঙ্গেও। জানা যাচ্ছে, সে রাজ্যে আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক।

রামনবমীর মিছিল ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষের উত্তপ্ত হয়ে ওঠে বিহারের সাসারাম। পুলিস সূত্রের খবর, দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুড়ি দিয়ে সংঘর্ষ শুরু হয়। পরে তা গোলাগুলিতে পৌঁছে যায় কিছুক্ষণের মধ্যেই। আইন শৃঙ্খলা ফেরাতে ১৪৪ ধারা জারি করা হয় প্রশাসনের তরফে। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবাও। সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ১৪ জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জ্বালিয়ে দেওয়া হয় প্রায় আটটি গাড়ি। এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে মোট ২৮ জনকে।

bihar 2

গত বৃহস্পতিবার রামনবমীকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নালন্দার বিহার শরীফ শহর এবং সাসারাম। সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে বিহার শরিফের লাহেরি থানা এলাকার গগন দিওয়ান মহল্লায়। রামনবমী উপলক্ষ্যে একটি মিছিল বের করে বজরং দল। মিশিলে প্রায় প্রায় ২০ হাজারের বেশি কর্মী যোগ দেয়।

এই সময় অন্য গোষ্ঠীর বিরুদ্ধে মিছিলে পাথর ছোঁড়া অভিযোগকে ঘিরে সংঘর্ষ বাধে। শুক্রবার পর্যন্ত দফায় দফায় চলে সংঘর্ষ। সংঘর্ষের সময় রেহাই পায়নি যানবাহনও। বহু গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিস বাহিনী। দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে এলাকায় নামানো হয় আধা সামরিকবাহিনী। এরপরেই পরিস্থিতি নিয়ন্ত্রণের আনতে জারি করা হয়েছে ১৪৪ ধারা। এদিকে, সংঘর্ষের ঘটনায় রাজ্য সরকারের তরফে নালন্দা এবং সাসারাম সহ বিহারের একাধিক জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর