‘কেউ ভয় পাবেন না, তবে খুব সতর্ক থাকুন’! রামনবমীতে অশান্তির আশঙ্কা! সতর্ক করল পুলিশ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ রামনবমীতে (Ram Navami) অশান্তির আশঙ্কা করেছেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। ভিনরাজ্যের কিছু মুষ্টিমেয় বহিরাগত অশান্তির চেষ্টা করতে পারে বলে মনে করছেন তিনি। এই আবহে রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ। শনিবার সাংবাদিক বৈঠক করে সতর্কবার্তা দিয়েছেন আইজি (এডিজি) আইনশৃঙ্খলা জাভেদ শামিম (Jawed Shamim) ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার (Supratim Sarkar)।

রামনবমী (Ram Navami) নিয়ে সতর্কবার্তা পুলিশকর্তাদের!

এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করেন দুই পুলিশকর্তা। সেখানেই রামনবমী নিয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা দেওয়া হয়। প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেন দুই পুলিশকর্তা। সেই সঙ্গেই ভয় না পাওয়ার ও সতর্ক থাকার কথাও বলা হয়। কোথাও কোনও অশান্তি দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানোর কথাও এদিন বলা হয়েছে।

পুলিশকর্তারা বলেন, ‘আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, কিছু শক্তি অশান্তি ছড়ানোর পরিকল্পনা করছে। পোস্টার থেকে প্ররোচনা তৈরি হতে পারে। এদের থেকে সাবধান। পুলিশও যথেষ্ট সতর্ক রয়েছে’।

আরও পড়ুনঃ ‘হিন্দুদের জন্য কোনও কাজ করেছেন?’ বিলেতের মাটিতে প্রশ্নের মুখে মমতা! কী উত্তর দিলেন?

জাভেদ শামিম এদিন বলেন, ‘রাজ্যে সামনে উৎসবের মরসুম। ঈদ, রামনবমী রয়েছে। এই সময় রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে কিছু কিছু গোষ্ঠী অশান্তির ছক করছে। নানান সম্প্রদায়ের মানুষের মধ্যে ঘৃণা ছড়ানোর পরিকল্পনা হচ্ছে। পুলিশ অত্যন্ত সতর্ক।  আপনাদের সবাইকেও সাবধানে থাকার অনুরোধ করছি। কোনও প্ররোচনা অথবা গুজব শুনে উত্তেজিত হবেন না। নিজেদের এলাকার ওপর নজর রাখুন। বেগতিক কিছু দেখলেই পুলিশকে জানান। পুলিশ ২৪ ঘণ্টা আপনাদের সাহায্য করতে তৈরি। কেউ এখানকার পরিবেশ নষ্ট করতে পারবে না। যারা চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে’।

Ram Navami 2025

অন্যদিকে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, গোপন সূত্রে তাঁরা জানতে পেরেছেন বাংলায় অশান্তির পরিকল্পনা করা হচ্ছে। নানান পোস্টারের মাধ্যমে প্ররোচনা, উস্কানি দেওয়ার ছক কষা হচ্ছে। তাঁর কথায়, ‘পুলিশ সতর্ক আছে। শ্যামপুরে এমন একটি অশান্তির খবর পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। কেউ কেউ নানান সম্প্রদায়ের মধ্যে অশান্তি, ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে। আমরা খবর পাচ্ছি, বিশেষ করে রামনবমী টার্গেট করা হয়েছে। আপনারা কেউ প্ররোচনায় পা দেবেন না। নিজেরা শান্তিতে থাকুন, অযথা ভয় পাবেন না। তবে কোথাও কারোর কাজে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিন’।

উল্লেখ্য, রামনবমী (Ram Navami) নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে চর্চা শুরু হয়েছে। রামনবমীর দিন এক কোটি হিন্দুকে পথে নামার ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ আশঙ্কা করছেন, ভিনরাজ্যের মুষ্টিমেয় কিছু মানুষ অশান্তি পাকানোর চেষ্টা করতে পারে। একইসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা বাংলার মানুষ রামকৃষ্ণের যত মত তত পথে বিশ্বাসী। বাংলায় সাম্প্রদায়িক রাজনীতি চলে না’।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X