বাংলাহান্ট ডেস্ক : রামনবমীকে (Ram Navami) কেন্দ্র করে সেজে উঠছে গোটা দেশ। হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব রামনবমী গোটা ভারত তথা বিশ্বেই পালিত হয় নিষ্ঠা-শ্রদ্ধা ও আন্তরিকতার সাথে। শাস্ত্র মতে, চৈত্র মাসের শুক্লপক্ষে রামনবমী উৎসব পালিত হয়ে থাকে। অনেকের বিশ্বাস, বিশেষ এই দিনটিতেই অযোধ্যায় জন্মগ্রহণ করেন প্রভু রাম।
রামনবমীর (Ram Navami) তিথি, শুভ সময়:
অযোধ্যা সহ দেশের (India) নানান প্রান্তে রামনবমী উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ উৎসবের। চলতি বছর কবে পড়েছে রামনবমী? আজকের প্রতিবেদনে জেনে নেব সেই বিষয়েই। আগামী ৬ এপ্রিল পালিত হবে রামনবমী। ৫ এপ্রিল থেকে শুভারম্ভ রামনবমী তিথির। পন্ডিতরা জানিয়েছেন, ৫ এপ্রিল সন্ধ্যা ৭ টা ২৬ মিনিট থেকে শুরু হবে তিথি।
আরও পড়ুন : স্ত্রীকে কুমারীত্ব পরীক্ষার জন্য জোর করতে পারেন স্বামী? হাইকোর্টের পর্যবেক্ষণে তোলপাড়
মধ্যাহ্ন মুহূর্ত পুজোর সেরা সময় বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা। চলতি বছর মধ্যাহ্ন মুহূর্ত পুজোর ক্ষেত্রে সেরা সময়। বেলা ১১ টা ০৮ মিনিট থেকে আরম্ভ এই তিথির। চলবে ১ টা ৩৯ মিনিট পর্যন্ত। ২ ঘণ্টা ৩১ মিনিটের এই সময়কাল রামনবমী পুজোর জন্য হতে চলেছে সেরা সময়। শাস্ত্র বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছর রামনবমী তিথিতে ৩ টি শুভ যোগ ঘটতে চলেছে।
আরও পড়ুন : এবার আরও শক্তিশালী হল ভারত! প্রতিরক্ষা মন্ত্রকের এই একটি সিদ্ধান্তই ঘুম ওড়াল পাকিস্তানের
একটি রবিপুষ্য যোগ, অপর দুটি রবি যোগ ও সর্বার্থ সিদ্ধি যোগ। ৬ এপ্রিল ২০২৫ সালের তিথিতে তৈরি হবে অভূজ মুহূর্ত। অনেকেরই বিশ্বাস, এই সময়কালে কোনও কাজ শুরু করলে তা অত্যন্ত শুভ। ধর্মীয় বিশ্বাস অনুসারে, রামনবমী তিথিতে উপবাস করে পুজো দিলে মিলতে পারে শুভ ফল। গঙ্গাজল, ফুল, পঞ্চামৃত দিয়ে এই দিনটিতে পূজিত হন অযোধ্যাপতি রামচন্দ্র।
অন্যদিকে, রামনবমী (Ram Navami) উপলক্ষে বিশেষভাবে সেজে উঠেছে অযোধ্যার শ্রী রাম জন্মভূমি মন্দির। বিশেষভাবে সজ্জিত হয়েছে মন্দিরের প্রধান ফটক ও গর্ভগৃহে ভগবান রামের সিংহাসন। আলোকসজ্জা, রাস্তাঘাট পরিষ্কারের পাশাপাশি সরযূ নদীর তীরের সৌন্দর্যায়নের মাধ্যমে সেজে উঠেছে অযোধ্যা নগরী।
রামনবমীর দিন অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা ও পূজার। এমনকি প্রসার ভারতীর মাধ্যমে সারা দেশে সম্প্রচার করা হবে রামনবমীর অনুষ্ঠান। রামনবমী উপলক্ষে বিপুল পরিমাণ ভক্ত সমাগম হতে পারে অযোধ্যায়। সেই কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ-প্রশাসনের তরফেও। আঁটোসাঁটো করা হয়েছে শহরের নিরাপত্তা।