বাংলাহান্ট ডেস্কঃ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী ৫ ই অগস্ট অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram temple) ভূমি পূজার অনুষ্ঠান আয়জন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Nrendra modi) সহ আরও বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গ। সামাজিক দূরত্ব বজায় রেখে অল্প কয়েকজনের উপস্থিতিতেই সারা হবে এই অনুষ্ঠান। এদিকে শুভ সময়ও রয়েছে মাত্র ৩২ সেকেন্ড।
রাম মন্দিরের ভূমি পূজার প্রস্তুতি
করোনার আবহে আয়োজিত এই ভূমি পূজোর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মাত্র ২০০ জন ব্যক্তিবর্গকে। বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে মোট ১১ টি তীর্থক্ষেত্রের মাটি পাঠানো হয়েছে অযোধ্যায়, যার মধ্যে পাক অধ্যুষতি কাশ্মীরের পবিত্র সারদা পিঠের মাটিও রয়েছে। সেই সঙ্গে প্রায় ৪০ কেজি রূপোর ইট ব্যবহার করা হবে মন্দিরের ভীত তৈরিতে।
মান্য হবে সামাজিক দূরত্ব
সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে সব নিয়ম কানুন মেনেই এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। উৎসব উপলক্ষ্যে প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বালানো হবে। সরয়ূ নদীর তীরে করা হবে বিশাল আরতি পর্ব। বিরোধীদের শত বিরোধিতা সত্ত্বেও নির্ধাতির দিনেই হবে রাম মন্দিরের ভূমি পূজো। এদিন অকাল দীপাবলিতে সেজে উঠবে গোটা দেশবাসী।
ত্রিবেণী সঙ্গম থেকে পাঠানো হচ্ছে জল
অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজার অনুষ্ঠান হুগলি জেলার ত্রিবেণী সঙ্গম থেকে জল পাঠানো হবে। রবিবার কাকভোরে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা ঘটে করে গঙ্গা, কুন্তি ও সরস্বতী নদীর সঙ্গমস্থল ত্রিবেণী সঙ্গমের জল সংগ্রহ করেন। প্রথমে এই জল বিশ্ব হিন্দু পরিষদের সদর দফতরে রাখা হয়। এরপর সোমবার সেখান থেকে জলের সাথে ত্রিবেণী সঙ্গমের গঙ্গার মাটিও পৌঁছাবে অযোধ্যায়। একই সাথে জানিয়ে রাখি কিছুদিন আগেও নবদ্বীপ থেকেও গঙ্গার জল ও মাটি পাঠানো হয়েছে অযোধ্যার রাম মন্দিরের ভূমি পূজার জন্য।