পাথর ও ১০ হাজার তামার রড ব্যাবহার করে নির্মাণ হবে রাম মন্দির, এক হাজার বছরেও খসবে না দেওয়ালের চুন

বাংলাহান্ট ডেস্কঃ প্রায় ৫০০ বছরের এক অধ্যায়ের সমাপ্তি ঘটল। অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির (Ram temple) নির্মানের কাজ শুরু হয়েছে। গত ৫ ই আগস্ট বহু প্রতীক্ষিত এই রাম মন্দিরের ভূমি পূজনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর হাত দিয়েই ভূমি পূজনের প্রথম ইট গাঁথা হয়েছিল।

কিভাবে নির্মিত হবে এই মন্দির?
ভূমি পূজনের পর থেকেই রাম মন্দির নির্মাণের উত্তেজনা আরও বহুমাত্রায় বেড়ে গিয়েছে। তবে এই মন্দির নির্মিত হবে সম্পূর্ণ পাথর দিয়েই, একথা জানিয়ে দিলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক তথ বিশ্ব হিন্দু পরিষদেরও এক জন শীর্ষ পদাধিকারী চম্পত রাই। তবে মন্দিরের ভেতরকার দেওয়ালের কারুকাজ সম্বন্ধে এখনও বিশদে কিছু জানা যায়নি।

দীর্ঘ বছর টেকসই হবে এই মন্দির
বুধবার তিনি জানিয়েছেন, প্রকৃতির রোদ জল বৃষ্টি খেয়েও শুধুমাত্র পাথর দিয়ে তৈরি হওয়া এই মন্দির ঠায় দাঁড়িয়ে থাকবে প্রায় হাজার বছর। তবে কোন মন্দির নির্মানের আগে, সেই স্থানের মাটির ধারণ ক্ষমতা বিচার করতে হয়। ভূকম্প রোধে কতটা পারদর্শী ওই স্থানের মাটি তা বিচার করবে আইআইটি চেন্নাই ও সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট। এই মন্দিরকে ভূকম্প রোধক হিসাবে গড়ে তোলার দায়িত্ব থাকছে এই সংস্থার উপরই।

Ram Mandir 7

দেশবাসীর কাছে সাহায্যের আবেদন
মন্দির নির্মানের পুরো দেখাশোনার দায়িত্বে থাকছে লারসেন অ্যান্ড টুবরো। সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা হলেও প্রায় ১০ হাজার তামার রড লাগবে বলে জানিয়েছেন হিন্দুদের পবিত্র শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। সেইসঙ্গে তিনি দেশবাসীর কাছে আহ্বান করেছেন এই পাথরের তৈরি মন্দির নির্মানের জন্য প্রয়োজনীয় ১০ হাজার তামার রড দিয়ে সাহায্য করতে।

Times Square billboard ram mandir 05082020

আনন্দে মেতেছিল নিউ ইয়র্ক
প্রসঙ্গত, গত ৫ ই আগস্ট রাম মন্দিরের ভূমি পূজন উপলক্ষে অকাল দীপাবলির আলোয় সেজে উঠেছিল গোটা দেশ। এদিনের এই অনুষ্ঠানে সমগ্র ভারতবাসীর ন্যায় মহানন্দের যজ্ঞে সামিল হয়েছিল সুদূর মার্কিন মুলুকও। নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে ফুটে উঠেছিল ভগবান রামের চিত্র সহযোগে রাম মন্দিরের ছবিও। সেইসঙ্গে উজ্জ্বল অক্ষরে ফুটে উঠেছিল ‘জয় শ্রী রাম’ ধ্বনিও।


Smita Hari

সম্পর্কিত খবর