এপ্রিলে মিলবে অতিরিক্ত রেশন, অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা! কারা পাবেন? জানুন

বাংলাহান্ট ডেস্ক : রমজান মাস উপলক্ষে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য খাদ্য দপ্তর (The Department of Food & Supplies)। এপ্রিল মাসের খাদ্য তালিকায় ইফতারের জন্য ভর্তুকিতে ফ্রি রেশনের পাশাপাশি দেওয়া হবে চিনি,ছোলা, ময়দা প্রভৃতি। রমজান বিশেষ প্যাকেজ (Ramadan Special Package) নামে দেওয়া হবে এই খাদ্য সামগ্রী।

এপ্রিল মাসের প্রকাশিত খাদ্য তালিকায় রেশন বৃদ্ধি করার কথা ঘোষণার পাশাপাশি, কোন কার্ডধারীরা কত পরিমাণ রেশন পাবেন, তাও জানানো হয়েছে। এমনকি রাজ্যবাসীর ব্যাংক অ্যাকাউন্টে তিন হাজার টাকাও দেওয়া হবে। দেখে নেয়া যাক কারা কারা উক্ত সুবিধাগুলি পাবেন। SPHH ও AAY কার্ডধারীদের সংখ্যা প্রায় তিন কোটি।

আরোও পড়ুন : ১,২ হাজার অতীত! এবার মিলবে ৫০ হাজার টাকা, এই ডকুমেন্টগুলো থাকলেই হবে বাজিমাত

খাদ্য দপ্তর জানিয়েছে যে, অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) ক্যাটেগরির কার্ড যাদের রয়েছে তারাই শুধুমাত্র এই সুবিধা পাবেন। অন্যান্য ক্যাটাগরির পরিবার গুলি বিনামূল্য রেশনের সুবিধা পাবেন। রমজান বিশেষ প্যাকেজ কারা পাবেন? দেশ জুড়ে প্রায় ৮০ কোটির বেশি মানুষ বিনামূল্যে রেশন পেয়ে থাকেন।

আরোও পড়ুন : আর মাত্র কয়েক দিন! এই মাস থেকেই চলবে দেশের প্রথম বন্দে মেট্রো, বড় তথ্য দিল রেল

তার মধ্যে পশ্চিমবঙ্গের ৯ কোটি মানুষ রয়েছেন। বাংলার তিন কোটি মানুষ SPHH ও AAY কার্ড হোল্ডার। খাদ্য দপ্তর জানিয়েছে, রমজান বিশেষ প্যাকেজ পাবেন অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) ও স্পেশাল প্রায়োরিটি হাউজহোল্ড (SPHH) কার্ড হোল্ডাররা। তার পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতা নিয়ে বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার।

AAY ও SPHH কার্ড যাদের রয়েছে তারা বিনামূল্যে রেশনের পাশাপাশি রমজান প্যাকেজের আওতায় ১ কেজি ছোলা মাত্র ৪৯ টাকায়, ৩২ টাকায় পাবেন ১ কেজি চিনি, ৩০ টাকায় পাবেন ১ কেজি ময়দা। ২৪শে মার্চ হতে ২১শে এপ্রিল পর্যন্ত পাওয়া যাবে এই সুবিধা। এই খবরটি প্রকাশ্যে আসতেই রীতিমতো উচ্ছ্বসিত আমজনতা।

1,000 can be obtained only if you have a ration card

তবে অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের আওতায় যারা ১৩.৫০ টাকা কেজি হিসেবে চিনি পেয়ে থাকেন তারা এই বিশেষ প্যাকেজের অন্তর্ভুক্ত নয়। ওদিকে এপ্রিল মাসের শুরুতেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় তপশিলি মহিলারা  ১২০০ টাকা এবং সাধারণ  মহিলারা ১০০০ টাকা করে পাবেন। তবে যাদের ব্যাংকের সমস্যা ছিল তারা বকেয়া দু-তিন হাজার টাকা পেয়ে যাবেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর