বাংলা হান্ট ডেস্ক: মঙ্গলবার রাতে প্রয়াত হলেন বিজেপির দায়িত্ববান ও একনিষ্ঠ নেত্রী তথা প্রাক্তন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। হৃদরোগের সমস্যা নিয়ে উনি ভর্তি হয়েছিলেন দিল্লীর এইমস এ। বিগত বেশ কিছু সময় ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালীন সুষমা স্বরাজের বয়স ছিল ৬৭ বছর।
প্রাক্তন বিদেশ মন্ত্রীর এই হঠাৎগামী মৃত্যুতে শোকের ছায়া ঘনিয়ে এসেছে গোটা দেশে। এমনকি চঞ্চল রাজনৈতিক মহলও আজ যেন শান্ত, সুষমা স্বরাজের এই হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। আজ সকালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁর নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রয়াত শ্রদ্ধাজ্ঞাপন করেন সুষমা স্বরাজকে।
তিনি লেখেন, “সুষমা স্বরাজের এই অকাল প্রয়াণে শোকাহত। দেশ একজন প্রিয় নেত্রীকে হারাল। যিনি জনজীবনে মর্যাদা, সাহস এবং নিষ্ঠার পরিচয় দিয়েছিলেন। মানুষকে সাহায্যের জন্য সর্বদা এগিয়ে আসতেন। তাঁর কাজের জন্যই ভারতবাসীর স্মরণে থাকবেন তিনি।”