তিন দশক পেরিয়েও একই রকম ক্রেজ, ভারতে ফের মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’

বাংলাহান্ট ডেস্ক : ‘রামায়ণ’ (Ramayana) এমন একটি মহাকাব্য যা যুগ যুগ ধরে মানুষকে চমৎকৃত করে এসেছে। শুধুমাত্র বইয়ের পাতায় আটকে নেই এই মহাকাব্য। বারেবারে ছোটপর্দায়, বড়পর্দায় স্থান পেয়েছে রামায়ণ। তবে দর্শকদের মনে এখনো রয়ে গিয়েছে ১৯৯২ সালের রামায়ণ (Ramayana)। ইন্দো জাপানি প্রযুক্তিতে তৈরি এই বিশেষ অ্যানিমেশন ছবিটি এবার ফের মুক্তি পেতে চলেছে ভারতে। দীর্ঘ ৩২ বছর পেরিয়ে আবারো এদেশে মুক্তি পাচ্ছে দর্শকদের প্রিয় রামায়ণ (Ramayana)।

বড়পর্দায় ফিরছে রামায়ণ (Ramayana)

আবারো বড়পর্দায় মুক্তি পেতে চলেছে রামায়ণ (Ramayana)। জানা যাচ্ছে, আগামী ১৮ ই অক্টোবর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু এবং ইংরেজি ভাষায় মুক্তি পাবে রামায়ণ (Ramayana)। উল্লেখ্য, ভারত এবং জাপানের প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ছবি যৌথ ভাবে প্রযোজনা করেছিলেন ভারতের রামমোহন এবং জাপানের উগো সাকো।

আরো পড়ুন : ভাঙতে বসেছে সংসার, স্ত্রী হিসেবে ব্যর্থ হলেও মা হিসেবে জিতেছেন, ঐশ্বর্যর ঢালাও প্রশংসা নেটপাড়ার

এখনো একই রকম রয়েছে জনপ্রিয়তা

জানলে অবাক হবেন, এই ছবি তৈরির সময়ে প্রযুক্তির তেমন উন্নতি হয়নি। হাতে এঁকেই সে সময়ে অ্যানিমেশন তৈরি হত। কিন্তু দীর্ঘ ৩২ বছর পরেও এখনো এই ইন্দো জাপানি রামায়ণের (Ramayana) জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। বিশেষ করে ‘আদিপুরুষ’ ছবির হাস্যকর ভিএফএক্স দেখার পর অনেকেই এই ছবিটির সঙ্গে তুলনা করেছিলেন রামায়ণ (Ramayana) এর।

আরো পড়ুন : ‘ভদ্র ভাবে চলাফেরা করুন, নয়তো…’ প্রকাশ্যে হুমকি ভাইজানের বাবাকে! টার্গেট কে? সলমন নাকি সেলিম?

বিতর্ক হয়েছিল ছবিটি ঘিরে

তবে ইন্দো জাপানি যৌথ উদ্যোগে রামায়ণ (Ramayana) তৈরি করতে বেগ কম পেতে হয়নি নির্মাতাদের। বেশ বিতর্ক হয়েছিল ছবিটিকে ঘিরে। সে সময়ে এই ছবিটির ইংরেজি সংষ্করণে রাম এবং রাবণের জন্য কণ্ঠ দিয়েছিলেন যথাক্রমে ব্রায়ান ক্র্যানস্টন এবং জেমস আর্ল জোন্স। আর হিন্দিতে কণ্ঠ দিয়েছিলেন অরুণ গোভিল এবং অমরীশ পুরী।

Ramayana

ভারতের যে প্রযোজনা সংস্থার তরফে রামায়ণ পুনর্মুক্তির কথা ভাবা হচ্ছে, তার তরফে বলা হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এই ছবিটি দেখবেন বলেই তাঁদের বিশ্বাস। উপরন্তু যেহেতু এটি অ্যানিমেশন তাই ছোটরাও এতে আগ্রহ পাবেন বলে মনে করছে প্রযোজনা সংস্থা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর