‘রোজ সন্ধ্যায় সীতার সঙ্গে মদ খেতে বসতেন রাম!”, লেখকের দাবি ঘিরে দেশজুড়ে তুঙ্গে বিতর্ক

Published On:

বাংলা হান্ট ডেস্ক : তোলপাড় গোটা দেশ। প্রতি সন্ধ্যায় সীতার সঙ্গে বসে মদ্যপান করতেন রামচন্দ্র। এমনই চাঞ্চল্যকর দাবি করে বসলেন বিখ্যাত লেখক ও চিন্তাবিদ কেএস ভগবান। শুক্রবার কর্ণাটকের (Karnataka) মান্ডিয়ায় তিনি এমন দাবি করেন। তাঁর এই মন্তব্যের পরই শোরগোল শুরু হয়েছে দেশ জুড়ে।

এদিন কেএস ভগবান বলেন, ‘প্রতিদিন সন্ধেবেলায় রামের কাজ ছিল সীতার পাশে বসে মদ খাওয়া। এটা আমি বলছি না। এমনটাই বইতে লেখা আছে।’ তবে এই প্রথম নয়, এর আগেও এই ধরনের উত্তেজক কথাবার্তা বলেছেন ওই লেখক। এর আগে ভগবান দাবি করেন, ‘রামচন্দ্র (Lord Ram) নিয়মিত মদ্যপান করতেন। এবং সীতাকেও বাধ্য করতেন তা পান করতে। তাঁর বই ‘রামা মন্দিরা ইয়াকে বেদা’-তেও এই মন্তব্য করেন তিনি। পাশাপাশি ওই একই বইয়ে রামায়ণ (Ramayana) প্রসঙ্গে তিনি এমন কিছু কথা লেখেন যা থেকেই তৈরি হয় বিতর্ক। সেই সময় একাধিক হিন্দুত্ববাদী দল তাঁর মন্তব্যের প্রতিবাদও করে। শুধু তাই নয়, বাড়ির বাইরে জমায়েত হয়ে পুজো করার চেষ্টাও করেন অনেকেই।

ks

ঘটনা এতই জটিল আকার নেয় যে সরকার বাধ্য হয় তাঁর বাড়ির সামনে পাহারা বসাতে। সেই সময় কেএম নিশান্তের নেতৃত্বে হিন্দুত্ববাদী দলের পরিকল্পনা ছিল কেএস ভগবানের বাড়ির বাইরে পুজোর আয়োজন করা। নিশান্ত এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, ‘ভগবান লিখেছেন হিন্দু দেবতারা নাকি সমাজের শান্তি নষ্ট করে।’

নিশান্ত বলেছিলেন, ‘ভগবান তাঁর বইয়ে এই দাবি করেছেন রামায়ণের উত্তরকাণ্ড থেকে উদ্ধৃতি তুলে ধরে। কিন্তু ওঁর জানা উচিত, হিন্দুরা উত্তরকাণ্ডকে বাল্মীকির লেখা বলেই বিশ্বাস করে না। রামায়ণের ২৪ হাজার শ্লোকের কোথাও উত্তরকাণ্ডের উল্লেখও নেই।’

X