ভাইরাস মারার ওষুধ বলে দিলেন বাবা রামদেব, ব্যাবহার করতে হবে সরষের তেল

নভেল করোনা ভাইরাস ক্রমশ শক্তিশালী হচ্ছে আর চরিত্র বদলাচ্ছে। আর ডাক্তাররা সেই রোগের চিকিৎসা করতে প্রায় হিমশিম খাচ্ছে। প্রায় ৭৪ হাজার মানুষ এই রোগের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন এবং প্রায় সতেরো লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। সেই নিয়ে তোলপাড় গোটা বিশ্ব। আর তারমধ্যে এই রোগের চিকিৎসার পদ্ধতি বাতলে দিলেন বাবা রামদেব। নাক দিয়ে সরষের তেল নিতে পারলেই নাকি পেটে গিয়ে অ্যাসিডে মরে যাবে করোনাভাইরাস।

ঘরোয়া টোটকাতে করোনাভাইরাসের ওষুধ আবিষ্কার করে ফেলেছেন যোগগুরু রামদেব। আর তাতে অবাক অনেকেই। রামদেব বলেন, “যদি আপনারা নাক দিয়ে সরষের তেল টানেন তাহলে সেই তেল শ্বাসযন্ত্রের কোথাও করোনাভাইরাস থাকলে তাকে টেনে নিয়ে পেটে চলে যাবে। তারপর পেটে অ্যাসিড দিয়ে তাকে মেরে ফেলবে।” নিজের বাড়িতে বসেই ভিডিও
কনফারেন্স এ এই কথা জানিয়েছে সংবাদ মাধ্যমে।

coronavirus testing everlywell

করোনা হয়েছে কিনা সেই পদ্ধতি হল গলা আটকে রেখে নাকের সাহায্যে শ্বাস নিয়ে তা এক মিনিট ধরে রেখে নাকের সাহায্যেই ছাড়া। এরকম করতে হবে তাহলেই বোঝা যাবে করোনা হয়েছে কি হয়নি। আর এই পদ্ধতি হলো উজ্জাই।

এর মধ্যেই দুটি বড়ো হাসপাতালকে করোনার হাসপাতালে রূপান্তর করেছে। করোনা ভাইরাস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া ব্যবস্থা নিয়েছেন। আগামী দিনেও পরিষেবা স্বাভাবিক আর নিয়ন্ত্রণে রাখার জন্যে তিনি লক ডাউন করেছেন। এর মধ্যে কেটে গেছে সতেরো দিন। তাও লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর দিন রাত ডাক্তাররা নিজেদের সাধ্য মতন চেষ্টা চালাচ্ছে এই রোগের চিকিৎসা করার জন্য।


সম্পর্কিত খবর