ওদের বাবার ক্ষমতা নেই আমাকে গ্রেপ্তার করে! IMA বিতর্কে সরব রামদেব

বাংলা হান্ট ডেস্কঃ বিতর্ক পিছু ছাড়ছে না যোগগুরু বাবা রামদেবের। কিছুদিন আগেই এক অনুষ্ঠানে তিনি বলেন, অ্যালোপ্যাথিক চিকিৎসা আসলে বোকামি। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে। কোভিড নিয়ন্ত্রণে অ্যালোপ্যাথিক চিকিৎসা সম্পূর্ণ ব্যর্থ। এরপর থেকেই যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছিল চিকিৎসক মহলে। আইএমএ তরফেও নিঃশর্ত ক্ষমা দাবি করা হয়েছিল যোগগুরু স্বামী রামদেবের কাছ থেকে। এমনকি চিঠি লিখেছিলেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনও। রামদেবকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছিলেন তারে ধরনের মন্তব্য চিকিৎসকদের মনোবলে আঘাত করবে। তারপর বাবা রামদেব যদিও ক্ষমা চান এবং বলেন তিনি আসলে একটি হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ছিলেন।

কিন্তু ফের একবার একটি টিভি অনুষ্ঠানে চিকিৎসকদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এবং অ্যালোপ্যাথিক চিকিৎসাকে ফের একবার স্টুপিড বলে উল্লেখ করেন। এরপর থেকেই রীতিমতো ক্ষুব্ধ আই এম এ উত্তরাখণ্ড। ইতিমধ্যেই বাবাজির বিরুদ্ধে দায়ের করা হয়েছে হাজার কোটি টাকার মানহানির মামলা। জানানো হয়েছে ১৫ দিনের মধ্যে ভিডিও পোস্ট করে এবং লিখিতভাবে ক্ষমা চাইতে হবে রামদেবকে। কিন্তু বিতর্ক এখানে থামেনি। এদিন সোশ্যাল মিডিয়ায় ‘অ্যারেস্ট বাবা রামদেব’ নামে একটি ট্রেন্ড চালানো হয় নেটিজেনদের পক্ষ থেকে। যা নিয়ে ফের একবার মুখ খুললেন যোগগুরু।

আই এম এর উপর কটাক্ষ করে বাবা রামদেব বলেন, ওদের বাবারও ক্ষমতা নেই বাবা রামদেবকে গ্রেপ্তার করে। ওরা শুধুমাত্র কিছুটা শোরগোল তৈরি করার চেষ্টা করছে। ‘কুইক অ্যারেস্ট স্বামী রামদেব ‘ কখনো এটা চালায় কখনো ওটা চালায়। কখনো ঠগ রামদেব কখনো মহাঠগ রামদেব। এই সময় হাসতে হাসতে তালি বাজিয়ে তিনি বলেন আপনারা সব সময়ই ট্রেন্ড করাতে করাতে শীর্ষে পৌঁছে যান এজন্য আপনাদের অভিনন্দন। প্রসঙ্গত উল্লেখ্য, আইএমএ উত্তরাখণ্ডের সভাপতি চিকিৎসক অজয় খান্না আগেই জানিয়েছিলেন, শুধু মানহানির মামলা করেই চুপ থাকবে না আইএমএ বরং রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। এখন এই বয়ানের পর ঘটনা কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।


Abhirup Das

সম্পর্কিত খবর