বাংলা হান্ট ডেস্কঃ করোনার আবহে দেশের সংক্রমণ নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় ইতিমধ্যেই নরেন্দ্র মোদীর সমালোচনা শুরু হয়েছে একাধিক দেশী-বিদেশী সংবাদ মাধ্যমে। সরাসরি নরেন্দ্র মোদীকে দায়ীও করেছেন বেশ কিছু বিদেশি সংবাদ মাধ্যম। ইতিমধ্যেই দেশে মারাত্মক হয়ে উঠেছে করোনার দ্বিতীয় ঢেউয়ের সুনামি। রোজই রোগে আক্রান্ত হচ্ছেন লক্ষ্য লক্ষ্য মানুষ। প্রতিদিনের মৃত্যুর সংখ্যাও কয়েক হাজার। তবে এত কিছু সত্ত্বেও ফের একবার মোদিজীর সমর্থনেই সরব হলেন যোগগুরু বাবা রামদেব। তার মতে, কুম্ভ মেলা ও হিন্দুত্বকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আসলে মোদি সরকারের সমালোচনাই করতে চাইছে কংগ্রেস। এই সমালোচনা অত্যন্ত অনৈতিক, এবং এটি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। রামদেব আরো যোগ করেছেন, মোদিজীর মহিমা ক্ষুন্ন করতেই বিভিন্ন বিভিন্ন ধরনের টুলকিট ব্যবহার করছে কংগ্রেস। পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে, এ ধরনের টুলকিটের ব্যবহার দেশ ক্ষমা করবে না।
প্রসঙ্গত উল্লেখ্য, কংগ্রেসের ব্যবহৃত টুলকিটের ছবি আগেও ফাঁস করেছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি লিখেছিলেন, “ওদের খেলাটা দেখুন আর তাদের খুঁজে বের করুন যারা এই মহামারির মধ্যে দেশে সন্ত্রাস সৃষ্টি করতে ওদের সাহায্য করেছে।” এবার আবার সামনে এলো কংগ্রেস ব্যবহৃত টুলকিটের প্রসঙ্গ। সম্প্রতি বেশ কিছু টুলকিটের কথা সামনে আনেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা। টুইটারে বিজেপির অনেক নেতাই সে সম্পর্কে মন্তব্য করেন, ওই টুলকিটগুলোতে নাকি বলা হয়েছে করোনার ভারতীয় স্ট্রেনকে ‘মোদি স্ট্রেন’ নামে ডাকা হোক। শুধু তাই নয় কুম্ভমেলা সম্পর্কেও ‘সুপার স্প্রেডার’ কথাটি উল্লেখ করা হয়েছে। একথা ঠিক যে কুম্ভ মেলা নিয়ে একাধিকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে বিজেপিকে। শেষ পর্যন্ত, হিন্দু সাধুদের কাছে আর্জিও পেশ করতে হয়েছে প্রধানমন্ত্রীকে। তবে বিজেপি নেতাদের মতে পুরো ঘটনার পিছনেই রয়েছেন কংগ্রেস। তারাই চক্রান্ত করছে মোদীজিকে বদনাম করার। অনেকক্ষেত্রে টুলকিটগুলিতে কংগ্রেসের লোগো দেখা গিয়েছে বলেও দাবি তাদের।
এবার এই প্রসঙ্গে সরব হলেন বাবা রামদেব। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘যারা এটা ছড়াচ্ছে তাদের আমি অনুরোধ করব, তারা রাজনীতি করুক কিন্তু হিন্দুদের অপমান যেন না করে। এই দেশ কিন্তু এদের ক্ষমা করবে না। সমস্ত জনতাকে আমার আরজি, আপনারা এদের বয়কট করুন ও এই ধরনের শক্তিগুলির বিরোধিতা করুন।’’ এর আগেও একাধিকবার বিজেপির পক্ষে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে রামদেবকে। মোদীর প্রশংসায় আগেও বারবার পঞ্চমুখ হয়েছেন তিনি। এবার ফের একবার সরাসরি টুলকিট প্রসঙ্গে কংগ্রেসকে আক্রমণ শানালেন এই যোগবাবা। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে ভারত সরকারকে স্পষ্টত কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিশ্বের বেশ কিছু প্রথম সারির সংবাদমাধ্যম। এমনকি রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম আরটিতে তো রীতিমত ব্যাঙ্গের পাত্র হয়েছেন বিজেপি সাংসদ প্রজ্ঞা ঠাকুর। যদিও বিজেপির মতে এর সবটাই আসলে কংগ্রেসের চক্রান্ত। বিশ্বের কাছে মোদীজিকে ছোট প্রমাণ করতেই বিভিন্ন ধরনের টুলকিট ব্যবহার করে আসছে তারা। অবশ্য এই সব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কংগ্রেস। তাদের মতই মোদি সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ। আর সেই কারণেই মানুষের চোখ অন্যদিকে ফেরাতে বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করছে তারা।