বলেছিলেন PSL-কে IPL-র সমানে নিয়ে যাবেন, এখন নিজের বয়ান থেকে পালটি মারলেন রমিজ রাজা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রামিজ রাজা আইপিএল নিয়ে তার করা মন্তব্য প্রত্যাহার করেছেন। তিনি এর আগে বলেছিলেন যে নিলামের মাধ্যমে পিএসএলে খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করলে এই লিগে অর্থ বাড়বে এবং পাকিস্তান সুপার লিগের মানও বাড়বে। এরপর দেখা যাবে কেউই পিএসএল ছেড়ে আইপিএল খেলতে যাবেন না। কিন্তু এবার আচমকাই তার বক্তব্য পাল্টালেন রামিজ। তিনি বলেন, তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। আজকের সময়ে ভারতীয় অর্থনীতি কোথায় পৌঁছেছে সে সম্পর্কে তাদের ধারণা রয়েছে।

পিসিবি সভাপতি বলেছিলেন, “পিসিবির আয়ের প্রধান উৎস হল পিএসএল, স্পনসরশিপ এবং আইসিসি। পিএসএলে আইপিএলের মডেল গ্রহণ করে বোর্ড আরও বেশি লাভ করতে পারে। এর জন্য পরের মরশুম থেকে খেলোয়াড়দের নিলাম শুরু করা যেতে পারে। আগামী মরশুমের জন্য এই মডেলের বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ম এটিকে একটি নিলাম মডেলে রূপান্তর করতে চায়৷ এ জন্য সব দলের সঙ্গে আলোচনা করা হবে। বাজার এখন এর জন্য অনুকূল। বর্তমানে পিএসএলে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় বাছাই করা হয়। আইপিএলকে নিশানা করে রামিজ রাজা বলেছিলেন, পাকিস্তানের অর্থনীতি বাড়লে আমাদের সম্মান বাড়বে। আমরা যদি নিলাম প্রক্রিয়া বাস্তবায়ন করি তাহলে আমরা এগিয়ে যেতে পারব। তারপর দেখা যাবে কে পিএসএল ছেড়ে আইপিএল খেলতে যায়।”

PSL 2022

এইমুহূর্তে রামিজ রাজা বলেছেন যে তিনি জানেন আজকের সময়ে ভারতের অর্থনীতি কোথায় এবং পাকিস্তানের অর্থনীতি কোথায়। পাকিস্তান সুপার লিগের উন্নতি করার পরিকল্পনা রয়েছে আমাদের। আমরা নিলামের মাধ্যমে খেলোয়াড়দের নাম পাব, কিন্তু অন্যান্য বিষয়ে আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।

ইতিমধ্যেই পিএসএলের সাতটি আসর অনুষ্ঠিত হয়েছে। এবার পিএসএলে চ্যাম্পিয়ন হল লাহোর কালান্দার্সের দল। ফাইনালে মুলতান সুলতানকে হারিয়েছে তারা। সেই লিগের সবচেয়ে বেশি দুটি শিরোপা জয়ী দল ইসলামাবাদ ইউনাইটেড। পেশোয়ার জালমি, কোয়েট্টা গ্ল্যাডিয়েটরস, করাচি কিংস এবং মুলতান সুলতানদের দল একবার করে চ্যাম্পিয়ন হয়েছে।


Reetabrata Deb

সম্পর্কিত খবর