স্টার এখন ‘বিনোদিনী থিয়েটার’, মানত পূরণ হতেই গঙ্গায় ১৪০ প্রদীপ ভাসালেন রুক্মিণী-রামকমল

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর কাছে মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদলে নটী বিনোদিনীর নামে হলে দক্ষিণেশ্বরের গঙ্গায় প্রদীপ ভাসাবেন। বছরের শুরুতেই সেই ‘অসম্ভব’ সম্ভব হয়ে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, কলকাতার স্টার থিয়েটারের নাম বদলে রাখা হবে নটী বিনোদিনীর নামে। সেই মানত এবার পূরণ করতে চলেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। সঙ্গে অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।

মানত পূরণে গঙ্গায় প্রদীপ ভাসাবেন রামকমল-রুক্মিণী (Rukmini Maitra)

রামকমল জানান, মা ভবতারিণীর কাছে তিনি মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদলে যেদিন বিনোদিনীর নামে হবে সেদিন তিনি দক্ষিণেশ্বরের গঙ্গায় প্রদীপ ভাসাবেন। বঞ্চনার পর থেকে প্রতিশ্রুতি পূরণ পর্যন্ত যতগুলি বছর কাটবে, ততগুলি প্রদীপ। ১৮৮৩ সালে স্টার থিয়েটার প্রতিষ্ঠার সময় বিনোদিনীর সঙ্গে প্রতারণা করা হয়। তাঁর নামে স্থাপিত হয়নি থিয়েটার। তারপর থেকে ১৪১ বছর কেটে গিয়েছে। তাই হিসেব মতো গঙ্গায় ১৪০ টি প্রদীপ ভাসাতে চলেছেন রামকমল।

Ramkamal and rukmini maitra going to light 140 diyas in dakkhineshwar ganges

অসম্ভব হল সম্ভব: উল্লেখ্য, চলতি মাসেই মুক্তি পেতে চলেছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’। সেখানে পর্দায় বিনোদনী দাসীর চরিত্রটি ফুটিয়ে তুলবেন রুক্মিণী (Rukmini Maitra)। তাই এদিন রামকমলের সঙ্গী হবেন তিনিও। পরিচালক জানান, তিনি যখন স্টার থিয়েটারের নাম বদলের কথা বলতেন তখন অনেকেই হাসাহাসি করত। কারণ এটি একটি হেরিটেজ সম্পত্তি। তার নাম বদল হবে কীকরে! কিন্তু সেই অসম্ভবই এবার সম্ভব হল।

আরো পড়ুন : যুদ্ধের হুঙ্কার ইউনূসের, এদিকে পেটে নেই ভাত! হু হু করে বেকারত্ব বাড়ছে বাংলাদেশে

রুক্মিণীকেও জানান মানতের কথা: রামকমল জানান, বিনোদিনী ছবির শুটিংয়ের ফাঁকে তিনি রুক্মিণীকেও (Rukmini Maitra) তাঁর এই মানতের কথা জানিয়েছিলেন। থিয়েটারের নাম বদলের পর অভিনেত্রীই এই মানতের কথা স্মরণ করিয়ে দেন তাঁকে। রুক্মিণী (Rukmini Maitra) বলেন, ২০১৯ সালে রামকমল প্রথম এই ছবির জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন থেকেই এ বিষয়ে কথা হত তাঁদের মধ্যে।

আরো পড়ুন : ভেঙেছে বিয়ে, নতুন ইনিংস শুরুর আগে “ইচ্ছে” পূরণ করলেন জিতু, মুহূর্তে ভাইরাল হল ভিডিও

রুক্মিণী জানান, বিনোদিনীকে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেবেন, স্টার থিয়েটারকে বিনোদিনীর নামে করবেন, এটা তাঁদের দুজনেরই খুব ইচ্ছা ছিল। অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে। তাই মা ভবতারিণীর কাছে করা মানত এবার পূরণ করতে যাচ্ছেন তাঁরা।

 

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর