দেবের দৌলতেই বড় ব্রেক! এবার মীর-কৌশিকদের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন রুক্মিণী

বাংলাহান্ট ডেস্ক : টলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রী রুক্মিণী মৈত্র। এবার নয়া চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এই অভিনেত্রী। রামকমল মুখ্যোপাধ্যায় নিয়ে আসছেন ‘নটী বিনোদিনী’। মুখ্য চরিত্রে দেখা যাবে দেবের বান্ধবীকে। ছবি প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেইনমেন্ট ভেন্টার্স এবং প্রমোদ ফ্লিমস। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। রুক্ষ্মিণীর পাশাপাশি ছবিতে আর কে কে অভিনয় করবেন তা নিয়েই শুরু হয়েছিল জল্পনা।

সমস্ত জল্পনার অবসান। রুক্মিণীর পাশাপাশি ছবিতে কারা কারা থাকছেন প্রকাশ্যে সেই তালিকা। ন্যাশানাল থিয়েটার প্রতিষ্ঠাতার গিরিশ ঘোষের চরিত্রে ধরা দেবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। রঙ্গ বাবুর চরিত্র সামলাবেন রাহুল বসু। মীরকে দেখা যাবে গুরুমুখ রাইয়ের চরিত্রে। বিনোদিনীর প্রেমিকের চরিত্রে ধরা দেবেন ওম সাহানি।

Rukmini Maitra

নিজের অভিনয় চরিত্র নিয়ে কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন,’ রামকমলের গল্প আমাকে অবাক করেছিল। বিনোদিনী কোন চোখে দেখতেন গুরু গিরিশকে। সেই কাহিনী তুলে ধরা হবে ছবির মধ্য দিয়ে। ছবিটি দুর্দান্ত হবে বলেই আশাবাদী তিনি। একটা সময় থিয়েটারের পতন হয়েছিল যার হাত ধরে সেই চরিত্রে দেখা যাবে মীরকে।

Rukmini Maitra

মাঝখানে দীর্ঘ বিরতির পর এই ছবির হাত ধরে বাংলা সিনেমায় ফিরছেন রাহুল বসু। অভিনেতার কথায়, জীবনের যে কোনো পরিস্থিতিতেই রাঙ্গাবাবুকে পাশে পেয়েছে বিনোদিনী। সেই চরিত্রের ভার গিয়ে পড়েছে তাঁর কাঁধে। অভিনেতার কথায়, তিনি ভীষণ খুশি এই ছবিতে অভিনয় করতে পেরে।

rukmini as nati binodini

বয়স মাত্র ১১। সেই সময়েই বাংলা থিয়েটারের রূপ বদলে দিয়েছেলেন ‘নটী বিনোদিনী’। কখনও সীতা, তো কখনও প্রমীলা। নানান চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছিলেন তিনি। রামকমলের ছবিতে উঠে আসবে সেই বিনোদিনীর বাস্তব চরিত্র। কিভাবে গিরিশ ঘোষের সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে ছিলেন তিনি। কিভাবে হন প্রতারণার শিকার। সবটাই তুলে ধরা হবে এই ছবিতে।

তবে কেবলমাত্র টলিউডে নয় বলিউডেও আসছে ‘নটী বিনোদিনী’। মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রদীপ সরকার। এর আগে এই অভিনেত্রীকে দেখা গেছে ‘ঝাঁসির রানী লাক্সমীবাঈ’ এর চরিত্রে। সম্প্রতি তাঁকে দেখা যাবে ‘ইন্দিরা গান্ধীর’ চরিত্রে। আর এরই মধ্যে জানা যাচ্ছে ‘নটী বিনোদিনী’-র চরিত্রেও ধরা দেবেন এই অভিনেত্রী। যদিও আগে জানা গিয়েছিল এই ছবিতে অভিনয় করবেন ঐশ্বর্য্য রায় বচ্চন।

additiya

সম্পর্কিত খবর