বাংলা হান্ট ডেস্ক : সতীদাহ প্রথার অবসান ঘটিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর৷ বৃহস্পতিবার খোলা হাওয়া নামক অরাজনৈতিক সংগঠনের উদ্বোধন অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷ টলিউডের কলাকুশলীদের নিয়ে খোলা হাওয়া সংগঠনের বাবুলের এই ভুল মন্তব্যের জেরে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ঠাট্টা তামাশা চলছে জোর কদমে৷ তাঁর জ্ঞান নিয়ে প্রশ্ন উঠছে৷ যদিও নিজের মন্তব্য নিয়ে এ বার সাফাই গাইলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়৷
বাবুলের মন্তব্য নিয়ে যখন টুইটারে ব্যাপক হইচই শুরু হয়েছে ঠিক তখনই একটি বিবৃতি দিয়ে বাবুল জানিয়েছেন সত্যিই একটা ভুল তো করেছি, বিদ্যাসাগরকে নিয়েই বলবার সময় বিধবা বিবাহ প্রসঙ্গে বিধবাবিবাহ বলেছি কিন্তু তাঁর সঙ্গে সতীদাহ প্রথার অবলুপ্তি কথাটিই জুড়ে দিয়েছি, এটা মুখ ফসকে বলা৷ বাবুলের এই বিবৃতির পর টুইটারে আবারও সমালোচনার ঝড় উঠেছে৷ অনেকেই বলছেন ভাঙবেন তবু মচকাবেন না, তবে এখানেই থেমে থাকেননি এর পাশাপাশি বাবুল লিখেছেন কত মানুষ কত কিছু লিখেছে বিশেষ করে বামেরা৷
এর পর রসিকতা করে আরও একটি বিবৃতি দিয়েছেন বাবুল যেখানে তিনি লিখেছেন রাজা রামমোহন রায় নাকি তাঁকে মেসেজ করে বার্তা দিয়ে মাফ করে দিয়েছেন পাশাপাশি আশীর্বাদ করেছেন৷ তাই আপনারাও করে ফেলুন৷
নিজের ভুল ঢেকে দিতেই পরোক্ষ ভাবে যাদবপুর ইস্যুকে তুলে ধরেছেন তিনি লিখেছেন আমি আর যাই করি কারও ক্ষতি করি না৷ উল্লেখ্য বৃহস্পতিবার খোলা হাওয়া সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেই বাবুল সুপ্রিয় বলেছিলেন, সতীদাহ প্রথার বিলোপ বিধবা বিবাহ চালু করেছিলেন বিদ্যাসাগর৷ ব্যস তার পরেই ব্যাপক সমালোচনা শুরু হয় বাবুলের ভুল মন্তব্যকে ঘিরে৷