দেশজুড়ে পালিত হচ্ছে নবরাত্রি ও দুর্গাপুজো। উৎসবের শেষ লগ্নে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন মোদি, অমিত শাহ, রামনাথ কোবিন্দ সহ রাষ্ট্রনেতারা। আসুন জেনে নি কে কি বললেন
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দঃ দেশবাসীকে বিজয়া ও দশেরার শুভেচ্ছার পাশাপাশি রামনাথ কোবিন্দ এই উৎসবকে ‘অশুভের বিরুদ্ধে শুভর জয়’ বলে অভিহিত করেছেন। তিনি করোনা অতিমারি থেকে অব্যাহতির পাশাপাশি দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিঃ মোদি দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন বিশাল “এই উত্সবে অসত্যের বিরুদ্ধে সত্যের জয় হোক। অশুভের বিরুদ্ধে শুভর জয় হোক। মানুষের মনে নতুন প্রেরণা আসুক।”
পাশাপাশি মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীকে দশেরার শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বলেন, বছরের এই সময় ইদ, দীপাবলির মতো নানা ধরনের উৎসব হয়। আমাদের মনে রাখা উচিত সেই সব সেনানিদের কথা, যাঁরা দেশের সীমান্ত রক্ষা করছেন। উৎসব উদ্যাপনের মাঝে তাঁদের কথা মনে রেখে আপনাদের ঘরে ১টি করে বাতি জ্বালান।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহঃ পুরুষোত্তম শ্রী রামের কাছে অশুভের বিরুদ্ধে শুভের জয়ের প্রার্থনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, ‘অধর্ম, অসত্য ও অহংকারের পথ ছেড়ে আমাদের মনুষ্যত্ব, ধর্ম ও বিবেকের পথে চলার প্রেরণা দেয় বিজয়াদশমী।’
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহঃ দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি প্রতিরক্ষামন্ত্রী তার আজকের দিনের কর্ম পরিকল্পনা জানিয়েছেন।তিনি জানান৷ আজ তিনি নাথুলায় অস্ত্রপূজায় যোগ দেবেন
এছাড়াও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, বেঙ্কাইয়া নাইডু সহ দেশের শাসক বিরোধী সব পক্ষের নেতাই। প্রত্যেকেই দেশবাসীকে করোনা পরিস্থিতিতে সতর্কতার সাথে উৎসব পালন করতে অনুরোধ করেছেন।