আন্তর্জাতিক ফুটবলকে বিদায় র‍্যামোসের! বিদায় বার্তায় মেসির উল্লেখ করলেও এড়িয়ে গেলেন CR7-কে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: একটি যুগের অবসান, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্পেনের (Spain) তারকা ডিফেন্ডার সার্জিও র‍্যামোস (Sergio Ramos)। স্পেনের হয়ে তিনি ১৮০টি ম্যাচ খেলেছেন। প্রাথমিকভাবে সাইড ব্যাক হিসাবে খেললেও পরবর্তীকালে সেন্টার ব্যাকে পরিণত হয়েছিলেন এই তারকা ডিফেন্ডার। দেশের জার্সিতে জিতেছেন দুটি ইউরো কাপ এবং একটি বিশ্বকাপ। কিন্তু দীর্ঘদিন ধরেই তিনি স্পেনের জাতীয় দলের অংশ নন।

স্পেনের কোচ লুইস এনরিকে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি কোনওদিনই র‍্যামোসকে নিজের পছন্দের তালিকায় রাখেননি। ২০২১ সালের পর থেকে তিনি আর স্পেনের জাতীয় দলে জায়গা পাননি। শেষবার জাতীয় দলের স্কোয়াডে ছিলেন ২০২১ সালে। তারপর শেষ ইউরো কাপ বা শেষ বিশ্বকাপে স্প্যানিশ স্কোয়াডে জায়গা পাননি র‍্যামোস।

ramos spain

এরপর স্পেনের কোচিংয়ের দায়িত্ব ছেড়েছেন লুইস এনরিকে। এরপর আপাতত স্পেনের কোচের দায়িত্বে থাকা ‘লুইস দে লা ফইন্তে’ আজ ফোনে বার্তালাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে তিনি স্প্যানিশ জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ নন। এরপরই সোশ্যাল মিডিয়ায় একটি আবেদন পোস্ট করে নিজের অবসর ঘোষণা করেছেন প্রাক্তন রিয়াল মাদ্রিদ অধিনায়ক ও বর্তমানে পিএসজির তারকা ডিফেন্ডার।

কিন্তু তিনি তার অবসর বার্তায় এমন একটি কথা লিখেছেন যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। তিনি নিজের ওই পোস্টে না তার প্রাক্তন রিয়াল মাদ্রিদ সতীর্থ লুকা মদ্রিচ এবং পেপের পাশাপাশি বর্তমান পিএসসি সতীর্থ এবং বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ফুটবলের সারমর্ম, মূল্যবোধ এবং ঐতিহ্যর প্রতীক বলেছেন। সেই মেসির নাম তিনি নিজের অবসর বার্তায় উল্লেখ করেছেন যার সঙ্গে প্রায় প্রতি মরশুমে খেলার মাঠে তার বিবাদ ঘটতে দেখা যেত যখন তিনি রিয়াল মাদ্রিদের অংশ ছিলেন। কিন্তু ৯ বছর ধরে একসঙ্গে ফুটবল খেলা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নাম উল্লেখ করেননি তিনি।

ব্যাপারটি বেশ কিছুটা আশ্চর্য করে দিয়েছে ফুটবল প্রেমীদের। রিয়াল মাদ্রিদ ছাড়ার পর রোনাল্ডো এবং র‍্যামোস ৩ বার পরস্পরের মুখোমুখি হয়েছেন। তার মধ্যে ২ বার জাতীয় দলের জার্সিতে এবং একবার একটি ক্লাবের প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছেন এই প্রজন্মের সেরা ফুটবল প্লেয়ার এবং অন্যতম সেরা ডিফেন্ডার। দুই ক্ষেত্রেই র‍্যামোসকে নিজে থেকে এগিয়ে গিয়ে রোনাল্ডোর সঙ্গে সাক্ষাৎ এবং সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছে। রোনাল্ডো একই রকম উষ্ণতা ফিরিয়ে দিয়েছেন কিন্তু প্রথমবার এগিয়ে যেতে দেখা গিয়েছে প্রাক্তন রিয়াল মাদ্রিদ অধিনায়ককে। আন্তর্জাতিক ফুটবল থেকে নিজের বিদায় বার্তায় তাই পর্তুগিজ মহাতারকাকে অন্তর্ভুক্ত না করে ফুটবলপ্রেমীদের ধন্দে ফেলে দিয়েছেন র‍্যামোস।


Reetabrata Deb

সম্পর্কিত খবর