মমতার প্রতিশ্রুতির পরেও মেলেনি ক্ষতিপূরণের টাকা! ক্ষোভে উগরে দিলেন বগটুইয়ে নিহতর আত্মীয়

বাংলাহান্ট ডেস্ক : বগটুই হত্যাকাণ্ডের পর তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এলাকায় দাঁড়িয়ে সেদিন অনেকের হাতেই তুলে দেন চেক। কিন্তু মাঝখানে পেরিয়েছে একটা মাসেরও বেশি সময়। কিন্তু এখনও কিছুই জোটেনি বগটুই কাণ্ডে স্বজনহারা কাজল মোল্লাদের ভাগ্যে।

সেদিন রাতে নারকীয় ঘটনায় প্রাণ যায় নানুরের বাসিন্দা সাজিদুর রহমান ও তাঁর স্ত্রী মিলি খাতুনের। কিন্তু অভিযোগ মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণ ঘোষণা করার পরেও একপয়সা জোটেনি তাঁদের ভাগ্যে। মেলেনি সরকারি চাকরির নিয়োগপত্রও। তাঁদের ঘোরতর অভিযোগ, তাঁদের প্রাপ্ত ক্ষতিপূরণের টাকা ভোগ করছে অন্য কেউ। সোমবার পুরো ব্যাপারটি নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।

এই ব্যাপারে সাজিদুর রহমানের ভাই কাজল মোল্লা বলেন, ‘বগটুইকাণ্ডে আমার দাদা আর বউদি দুজনেই মারা গিয়েছে। দিদির দেওয়া প্রতিশ্রুতি অনুয়ায়ী আমরা সাজিদুরের ক্ষতিপূরণের চেক এবং চাকরি দুটোই পেয়েছি। কিন্তু বউদি লিলির মৃত্যুর টাকা বা চাকরি কিছুই পাইনি।’

প্রসঙ্গত, বগটুই হত্যাকাণ্ডর পর মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়াও আহতদের ১ লক্ষ টাকা এবং আহত শিশুদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। দেওয়া হয় পরিবার পিছু একটি করে সরকারি চাকরিও। উল্লেখ্য, মমতার দেওয়া এই ক্ষতিপূরণকে বেআইনি বলে দাবি করর আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। এই জনস্বার্থ মামলার জেরে ২ সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারকে আদালতের কাছে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গতকালই। এই মামলার শুনানি হবে আগামী ২৬ জুলাই। তারই মধ্যে একাধারে ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগ, অন্যদিকে আদালতের শমন, সব মিলিয়ে যে বেশ চাপের মুখেই রাজ্য সরকার তা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর