“আমিই ইন্ডাস্ট্রি, আমিই সব” এসব আর চলে না! প্রসেনজিৎ’কে নিয়ে সরব বিখ্যাত পরিচালক

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় কান পাতলেই শোনা যায়, তিনিই ইন্ডাস্ট্রি! তিনিই গডফাদার। একা হাতে দীর্ঘ কয়েক দশক ধরে নিজের কাঁধে তুলে নিয়েছেন বাংলা সিনেমার দায়ভার। তিনি আর কেউ নন, তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chakraborty), সকলের প্রিয় বুম্বাদা। কিন্তু, এবার তার বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ পরিচালক রানা সরকারের।

গত শুক্রবার মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত বাংলা ছবি “আয় খুকু আয়”। ছবি মুক্তির আগে বিভিন্ন মাধ্যমে চুটিয়ে প্রচার সেরেছেন ‘বাংলা ছবির ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই ছবিটি প্রযোজনা করেছেন বাংলা চলচ্চিত্রের আরও এক সুপারস্টার জিৎ। কিন্তু ছবি মুক্তির মাত্র তিন দিনের মাথায় “আয় খুকু আয়” কে নিয়ে নানান বাঁকা মন্তব্য করলেন টলিউডের প্রযোজক রানা সরকার। তার বক্তব্য, “আমি ইন্ডাস্ট্রি, এই সূত্র এখন আর চলছে না।”

টলিউডের অন্যতম সফল প্রযোজক রানা সরকারের কটাক্ষ, “খুকু এলোনা।” দুজন বিখ্যাত তারকার উদ্যোগে এই ছবি নির্মিত, নায়ক খ্যাতনামা হলেও প্রেক্ষাগৃহে দর্শক টানতে ব্যর্থ বলে দাবি প্রযোজকের। তার কথায়, “সুপার ফ্লপ করেছে ছবিটি। সুপারস্টার বলে আমরা যাদের মাথায় তুলে রাখে তাদের অধিকাংশ ছবি কাজ করে না। শেষ যে কটি ছবি হিট হয়েছে, সেই ”অপরাজিত” তে নতুন মুখ আর ” বেলাশেষে ” তো সবাই নায়ক। দেবের ছবি কিছুটা চললেও, প্রসেনজিৎ বা জিৎ-র ছবি একদমই চলছে না। এর মাধ্যমে দর্শক বলতে চাইছেন তারা অন্য কিছু চান।”

jpg 20220620 182945 0000

এর সাথেই তার মন্তব্য, “ইন্ডাস্ট্রি বড় বড় সুপারস্টার হিরোরা নিজেদের পারিশ্রমিক কমিয়ে নতুনদের সুযোগ করে দিন। তাহলে প্রযোজকরাও নতুনদের নিয়ে কাজ করার ঝুঁকি নিতে পারবেন। প্রযোজক রানা সরকারের এই মন্তব্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে টলি পাড়ায়। রানা সরকারের এই ভবিষ্যৎবাণী কতটা সঠিক হয় তা সময়ই বলবে ধারণা কিছু দর্শকের।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর