বাংলাহান্ট ডেস্ক: ভেন্ডার এবং সাপ্লায়ার্সদের (Vendor and Suppliers Association) টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে প্রযোজক রানা সরকারের (Rana Sarkar) বিরুদ্ধে। ছবির সেটের টেকনিশিয়ানদের বকেয়া টাকা নাকি মেটান না তিনি। কোটি টাকার বেশি টাকা মেটানোর দাবি তুলে প্রযোজকের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ এনেছে সিনে ভেন্ডার অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশন। পালটা তাদের অভিযোগকে মিথ্যে বলে দাবি করেছেন প্রযোজক। এই নিয়ে ধুন্ধুমার কাণ্ড।
দুদিন আগেই প্রযোজক রানা সরকার ঘোষনা করেন, ‘বেহায়া’ ছবির শুটিং তিনি বন্ধ করে দিয়েছেন। এক সংবাদ মাধ্যমকে তিনি জানান, সাপ্লায়ারস গিল্ডের সমস্যার কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে শুটিং। অভিযোগ করা হয়েছে, প্রযোজক বকেয়া টাকা না মেটালে শুটের জিনিসপত্র পাঠানো হবে না সেটে।
কিন্তু রানা সরকার পালটা দাবি করেন, তাঁর কাছে কেউ কোনো টাকা পায় না। বরং তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নেবেন। সেটাই করে দেখালেন রানা সরকার। প্রকাশ্যে সম্মানহানি এবং প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য ভেন্ডারস অ্যান্ড সাপ্লায়ার্স অ্যাসোসিয়েশনের তিন সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন তিনি। তিন সদস্য সৈকত দাস, সুমন কল্যাণ জানা এবং জাকির হুসেন মল্লিকের নামে আইনি চিঠি পাঠিয়েছেন রানা সরকার।
সংবাদ মাধ্যমকে প্রযোজক বলেন, “এই তিনজন প্রকাশ্যে বলছেন যে তাঁরা আমার কাছে টাকা পান। কিন্তু যে অ্যাসোসিয়েশনের কথা তাঁরা বলছেন সেটি সম্ভবত রেজিস্টার্ড নয়। তবে আলাদা আলাদা নামে চিঠি পাঠানো হয়েছে কারণ যাঁরা কথাগুলো বলেছেন দায়টা তাঁদেরই নিতে হবে।”
প্রযোজক আরো জানান, শুটিংয়ের সময়ে বেশ কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। দেখে নেব, মেরে দেব-র মতো কথা বলা হয়েছে বলে জানান রানা সরকার। হুমকি, অভিযোগের বিষয়ে প্রযোজক জানান, তিনি যখন সিরিয়াল বানাতেন তখন তাঁর পুরনো কোম্পানিতে এঁরা কাজ করতেন। তখনি নাকি তাঁদের টাকা বকেয়া রয়ে গিয়েছে।
কিন্তু রানা সরকারের যুক্তি, কেউ যদি টাকা পান কারোর কাছে, তবে তো সেটা জোগাড় করার চেষ্টা করবেন নয়তো পুলিসে অভিযোগ দায়ের করবেন। কিন্তু এঁরা প্রকাশ্যে হুমকি দিচ্ছেন, গালাগালি করছেন। প্রযোজক বলেন, তিনি চোর ডাকাত হলেও তাঁকে এভাবে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া যায় না। আইনি চিঠি পাঠানোর সঙ্গে সঙ্গে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে ক্ষমাও চাইতে বলেছেন প্রযোজক।