পাঁচ বছরের সফর শেষ, কনের সাজে সেজে রণবীরকে সঙ্গে নিয়ে সুখবর দিলেন আলিয়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গলায় গাঁদা ফুলের মালা, কপালে চন্দন। রণবীর কাপুরকে (Ranbir Kapoor) পাশে নিয়ে নব বিবাহিত কনে রূপে ধরা দিলেন আলিয়া ভাট (Alia Bhatt)। সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল ছবিটি দেখেই চমক লাগার পালা। চুপিচুপি বিয়ে করে নিলেন নাকি রণবীর আলিয়া?

দুজনের সম্পর্ক বলিউডের ‘হট গসিপ’। কবে তাঁরা বিয়ের পিঁড়িতে বসবেন তা নিয়ে অনুরাগীদের জল্পনা কল্পনার শেষ নেই। অবশেষে কি এল সেই বহু প্রতীক্ষিত দিন? আলিয়ার ছবি দেখে তেমনটা মনে হলে আসলে কিন্তু গল্পটা অন‍্য রকম।


কনের সাজে তিনি সেজেছেন বটে, তবে পুরোটাই অভিনয়ের স্বার্থে। ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) ছবির শুটিং অবশেষে শেষ হল। বারাণসীতে শুটিং করছিলেন রণবীর আলিয়া। সেখান থেকে ছবি শেয়ার করে শুটিং শেষ হওয়ার সুখবর দিয়েছেন অভিনেত্রী। রণবীর আলিয়ার পাশে দেখা গিয়েছে পরিচালক অয়ন মুখার্জিকেও।

ক‍্যাপশনে আলিয়া লিখেছেন, ‘২০১৮ তে শুটিং শুরু করেছিলাম আমরা। আর এখন অবশেষে ব্রহ্মাস্ত্র (পার্ট ওয়ান) এর শুটিং শেষ হল। আমি কবে থেকে এটা বলার জন‍্য অপেক্ষা করছিলাম! ৯.৯.২০২২ এ প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে।’

https://www.instagram.com/p/CbrL8UxMDSW/?utm_medium=copy_link

ছবি শেয়ার করেছেন অয়নও। তিনি লিখেছেন, পাঁচ বছর আগে ব্রহ্মাস্ত্রর প্রথম শটটা নেওয়া হয়েছিল। আর এদিন নেওয়া হল সর্বশেষ শটটা। ব্রহ্মাস্ত্রর প্রথম অংশ ‘শিব’ এর শুটিংটা মহাদেবেরই শহর বারাণসীতে তাঁরই পবিত্র মন্দির কাশী বিশ্বনাথ মন্দিরে শেষ হল। এটা সৌভাগ‍্য বলে মনে করছেন পরিচালক অয়ন মুখার্জি।

শোনা যায়, এই ছবির সেটেই সম্পর্ক শুরু হয়েছিল রণবীর ও আলিয়ার। উল্লেখ‍্য, ব্রহ্মাস্ত্র তেই প্রথম বার অনস্ক্রিনে জুটি হিসাবে দেখা যাবে দুজনকে। পরিচালক অয়ন মুখার্জির ছবিটি আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে।

X