তর সইল না? এত তাড়াতাড়ি তো খাবারও ডেলিভারি হয় না! মা হওয়ার খবর জানাতেই ট্রোলড রণবীর-আলিয়া

বাংলাহান্ট ডেস্ক: এপ্রিলে বিয়ে আর জুনে সন্তান আগমনের খবর। চমকের পর চমক দিয়ে চলেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। সপ্তাহের শুরুতেই যখন সবাই নিজের নিজের কাজে ব‍্যস্ত, তখনি নেটপাড়ায় বোম ফেলেন আলিয়া। জানান, দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। তাও আবার বিয়ের দু মাসের মাথায়।

না, কোনো রাখঢাক করেননি আলিয়া। যাকে ভালবেসেছেন তাঁর সঙ্গেই বিয়ে সেরেছেন, আর এবার তাঁরই সন্তানের মা হতে চলেছেন অভিনেত্রী। সন্তানসম্ভবা হওয়ার কারণেই কি এত তাড়াহুড়ো করে বিয়ে করলেন দুজনে? তার উত্তর এখনো না মিললেও নেটিজেনরা সন্দেহ করছেন।

IMG 20220627 121522
আর তাতেই দেদারে ট্রোল হচ্ছেন রণবীর আলিয়া। কুৎসিত ইঙ্গিত দিয়ে উড়ে আসছে কটাক্ষ। কেউ বলছেন, এত তাড়াতাড়ি তো খাবারও ডেলিভারি হয় না। আবার কারোর রসিকতা, জোম‍্যাটোর ডেলিভারি এখনো দ্বিতীয় স্থানে। আরেকজনের দাবি, আলিয়া পরিকল্পনা করেই অন্তঃসত্ত্বা হয়েছেন। যাতে রণবীর আর বিয়ে থেকে পালাতে না পারেন।

শুধু রণবীর আলিয়াই নন। ট্রোলের হাত থেকে রেহাই মেলেনি রণবীরের দুই প্রাক্তন দীপিকা পাডুকোন এবং ক‍্যাটরিনা কাইফেরও। এত বছর আগে বিয়ে হয়েছে দীপিকার, তবুও এখনো সুখবর নেই কেন? এই ধরনের প্রশ্নও করছেন কিছু মানুষ। সব মিলিয়ে নেটদুনিয়ায় চর্চার এখন হট টপিক আলিয়া রণবীরের ভাবী সন্তান।

IMG 20220627 182325IMG 20220627 182344
দুটি ছবি শেয়ার করে সুখবর দিয়েছেন আলিয়া। প্রথমটিতে দেখা যাচ্ছে, তিনি হাসপাতালের বেডে শুয়ে। ইউএসজি করা হচ্ছে তাঁর। পাশেই মনিটরে ফুটে উঠেছে ভ্রূণের ছবি। তাতে একটি হৃদয়ের ইমোজি দিয়ে ঢেকে রেখেছেন অভিনেত্রী। হাসিমুখে সেদিকে তাকিয়ে আলিয়া। পাশেই ক‍্যামেরার দিকে পেছন ফিরে বসে রণবীর।

https://www.instagram.com/p/CfS-_HvMhQ8/?igshid=YmMyMTA2M2Y=

দ্বিতীয় ছবিতে সিংহের এক পরিবার। ক‍্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমাদের সন্তান… শীঘ্রই আসছে।’ প্রাথমিক বিস্ময় ভাব কাটিয়ে কমেন্ট বক্সে উপচে পড়েছে শুভেচ্ছা বার্তা। কমেন্ট করেছেন শ্রেয়া ঘোষাল, করন জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, পরিণীতি চোপড়া, মালাইকা অরোরা, ফারহান আখতার, বিপাশা বাসু, নেহা ধুপিয়া, কৃতি সানন, সোনাক্ষী সিনহা, রিতেশ দেশমুখ এমনকি আলিয়ার আসন্ন ছবির সহ অভিনেত্রী গ‍্যাল গ‍্যাডটও।

Niranjana Nag

সম্পর্কিত খবর