কাশ্মীরে বসতে চলেছে আলিয়া-রণবীরের বিয়ের আসর!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: টিনসেল টাউনে এই মুহূর্তের সবথেকে ‘হট জুটি’ হলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। অনুরাগীরা তাঁদের শখ করে নাম দিয়েছে ‘রণলিয়া’। এহেন ‘রণলিয়া’ জুটির বিয়ে নিয়ে প্রায়ই নানা গুঞ্জন শোনা যায় বলিউডের অলিতে গলিতে। অনেকের মতে আগামী বছরেই নাকি গাঁটছড়া বেঁধে ফেলার পরিকল্পনা করছেন আলিয়া-রণবীর। আবার অনেকে বলছেন, এত তাড়তাড়ি নাকি মোটেই বিয়ে করার পাত্রপাত্রী নন তাঁরা। এদিকে আলিয়া ও রণবীরও মুখে কুলুপ এঁটেছেন। তবে সম্প্রতি শোনা গিয়েছে বিয়ে সামনেই। এমনকি ঠিক হয়ে গিয়েছে বিয়ের স্থানও।

রিপোর্ট অনুযায়ী, আগামী বছরের একচি নির্দিষ্ট মাসেই নাকি বিয়ের পরিকল্পনা করে ফেলেছেন রণবীর-আলিয়া। সেই মতো ওই মাসে কোনও কাজও হাতে রাখবেন না দুজনে। কিন্তু সেই বিশেষ মাসটি যে কোন মাস তা এখনও জানা যায়নি। শুধু কাল নয়, স্থির হয়ে গিয়েছে বিয়ের স্থানও। দীপিকা-রণবীর, অনুষ্কা-বিরাটের মতো ডেস্টিনেশন ওয়েডিংই পছন্দ ‘রণলিয়া’ জুটির। তবে বিদেশে নয়। নিজের দেশের মাটিতেই বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। শোনা যাচ্ছে, বিয়ের জন্য কাশ্মীরকেই পছন্দ করেছেন দুজনে।

এর আগে ‘রাজি’ ছবির শ্যুটিংয়ের জন্য বেশ কিছুদিন ভূস্বর্গে কাটিয়েছিলেন আলিয়া ভাট। তখনই কাশ্মীরের প্রেমে পড়ে যান তিনি। সিদ্ধান্ত নেন বিয়ে করলে কাশ্মীরেই করবেন। তাই সেখানেই হতে চলেছে তাঁদের বিয়ে। এর আগে অবশ্য শোনা গিয়েছিল প্যারিসে বসবে ‘রণলিয়া’র বিয়ের আসর। তবে খবর সত্যি হলে বলিউডে ফের বিয়ের সানাই বাজতে আর খুব বেশি দেরি নেই।

এই মুহূর্তে মহেশ ভাট পরিচালিত ‘সড়ক ২’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত রসেছেন আলিয়া ভাট। কিছুদিন আগেই শেষ হয়েছে তাঁর আরেকটি ছবি ‘ব্রহ্মাস্ত্র’র শ্যুটিং। এই ছবিতে প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে।

X