অসুস্থ অবস্থাতেও গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, তা সত্ত্বেও ছবিতে গোবিন্দার দৃশ‍্য কেটে বাদ দিয়ে দেন রণবীর

বাংলাহান্ট ডেস্ক: রণবীর কাপুর (ranbir kapoor) ও ক‍্যাটরিনা কাইফ অভিনীত ছবি জগ্গা জাসুস (jagga jasoos) মুক্তি পায় ২০১৭ সালে। ছবিতে একটি দৃশ‍্যে গোবিন্দাকেও নেওয়া হয়েছিল। কিন্তু পরে সেই দৃশ‍্যটি কেটে বাদ দিয়ে দেন পরিচালক অনুরাগ বাসু (anurag basu)। এই নিয়ে চরম ক্ষুব্ধ হয়েছিলেন গোবিন্দা। অবশেষে অনুরাগ বাসু জানালেন, তাঁর এমন আচরণের কারণ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক জানান, তাঁরা দক্ষিণ আফ্রিকায় ছবির শুটিং করছিলেন। গোবিন্দাও সেখানে এসে শুটিং করেন। কিন্তু তিনি আসবেন কিনা সেটাই খুব ভাবনার বিষয় ছিল। উপরন্তু বিদেশে শুটিং করার দরুন সব কিছুই পূর্ব পরিকল্পিত ছিল। অনুরাগ জানান, তিনি এত মানসিক চাপ নিতে পারছিলেন না। তাই বাধ‍্য হয়েই গোবিন্দার দৃশ‍্যটি বাদ দেন তিনি।

MV5BNzEwNDgwMTk3Nl5BMl5BanBnXkFtZTgwNjMwOTU4MDI@. V1

এর আগে ২০১৭র জুলাইতেই পরফর কয়েকটি টুইটে নিজের দৃশ‍্যটি ছবিতে বাদ দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন গোবিন্দা। তিনি লেখেন, ‘এখজন অভিনেতা হিসাবে আমি আমার কাজ করেছি। যদি পরিচালকের সেটা পছন্দ না হয় তাহলে তা তাঁর ব‍্যাপার। তিন বছর ধরে শুধুমাত্র গোবিন্দাকে নিয়েই বিভিন্ন নেগেটিভ আর্টিকেলের জন‍্য খবরের শিরোনামে ছিল ছবিটি। অথচ আমি অসুস্থ অবস্থায় ওষুধ নিয়েও দক্ষিণ আফ্রিকা গিয়ে শুট সারি।’

অভিনেতা আরো লেখেন, ‘আমায় বলা হয়েছিল দক্ষিণ আফ্রিকা যাওয়ার পরেই ওরা ছবির চিত্রনাট‍্য বোঝাবে। আমি ছবিতে সাইন করার জন‍্য কোনো অগ্রিম নিই নি, কোনো চুক্তিও সাক্ষর করিনি। কাপুর পরিবারের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। ও আমার সিনিয়ারের ছেলে বলেই আমি এই কাজ করেছিলাম।’

ছবির প্রযোজক ছিলেন রণবীর নিজে। সমস্ত দায়ই নিজের ঘাড়ে নিয়ে নেন তিনি। এর আগেও রণবীর স্বীকার করেছিলেন এত খারাপ সিদ্ধান্ত এর আগে তিনি নেননি। প্রায় চার বছর লেগেছিল ছবিটি শেষ হতে। অভিনেতা বলেন, এই দোষ সম্পূর্ণ তাঁর ও অনুরাগ বাসুর। সম্পূর্ণ চিত্রনাট‍্য ছাড়াই ছবিটি তৈরি করা শুরু করে দিয়েছিলেন তাঁরা।

Ranbir Kapoor 4
গোবিন্দার মতো একজন লেজেন্ডকে নিয়ে তারপর তাঁর দৃশ‍্যটি কেটে দেওয়া অত‍্যন্ত দায়িত্বজ্ঞানহীনতার কাজ বলে স্বীকার করেন রণবীর। কিন্তু তিনি জানান, ছবির জন‍্যই বাধ‍্য হয়ে এই কাজটি করেন তিনি। চরিত্রটিই সম্পূর্ণ বদলে গিয়েছিল। সেই সময় রণবীর চার চারটি ছবির প্রমোশনে ব‍্যস্ত ছিলেন বলে জানান অনুরাগ বাসু।

সব মিলিয়ে অত‍্যন্ত দেরি হয়ে যায় ছবির মুক্তিতে। ছবি বানাতে খরচ হয়েছিল প্রায় ১৩০ কোটি টাকা। কিন্তু সেই অনুযায়ী একেবারেই মুখ থুবড়ে পড়ে এই ছবি। প্রয়াত ঋষি কাপুর ছবির ব‍্যর্থতার সমস্ত দায় চাপিয়েছিলেন পরিচালক অনুরাগ বাসুর ঘাড়ে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর