সাভারকরের বায়োপিকের পর এবার ‘লাল রং-২’, ছবির প্রথম লুক প্রকাশ করলেন রণদীপ হুডা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বলিউড জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেতা রণদীপ হুডা (Randeep Hooda)। কখন মুখ্য চরিত্রে তো কখন আবার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন কেড়েছেন এই অভিনেতা। ২০০১ সালে ‘মনসুন ওয়েডিং’ চলচ্চিত্র দিয়ে বলিউড (Bollywood) জগতে পা রাখেন তিনি। যদিও এই ছবিতে অভিনয় করে তেমন ভাবে জনপ্রিয়তা পাননি অভিনেতা। এই ছবির প্রায় চার বছর পর বেশ কিছু ছবিতে অভিনয় করেন তিনি। তবে কোন ছবিই সেভাবে সফলতা পায়নি।

২০১০ সালে মিলন লুথারিয়া পরিচালিত ‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ চলচ্চিত্রে দেখা যায় এই অভিনেতাকে। এই ছবিতে অভিনয় করেই দর্শকদের মন জিতেছিলেন অভিনেতা। এরপর একের পর এক চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যায় তাঁকে ।

1673615738 randeep

বর্তমানে তিনি ব্যস্ত ‘স্বতন্ত্র বীর সাভারকার’ সিনেমার পরিচালনা এবং অভিনয় নিয়ে। এই সিনেমায় তাঁকে বিনায়ক দামোদর সাভারকারের চরিত্রে দেখা যাবে। অভিনয়ের জন্য সম্প্রতি ২২ কেজি ওজন কমিয়ে ফেলেছেন অভিনেতা। আর এরই মধ্যে এল আরেক সুখবর। নতুন ছবির ঘোষনা করলেন খোদ অভিনেতা রণদীপ হুডা।

অভিনেতা নিজেই প্রকাশ্যে এনেছেন ‘লাল রং ২’ এর পোস্টার। ছবির ফার্স্ট লুক দেখেই মুগ্ধ নেট দুনিয়া। অভিনেতা জানিয়েছেন শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং। সৈয়দ অহমেদ আফজল পরিচালিত এই ছবির প্রথম পার্ট মুক্তি পেয়েছিল ২০১৬ সালে। দর্শক মহলে যথেস্ট সাড়া ফেলেছিল এই ছবি। এবার আসছে দ্বিতীয় পর্ব। ছবি মুক্তির অপেক্ষায় দিন গুণছেন ভক্তরা।

X