শুধু মুম্বই নয়, কলকাতাতেও হল রণবীর-আলিয়ার বিয়ে! উপস্থিত ছিলেন উত্তম কুমারের নাতবউও

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে জল্পনার মাঝে অবশেষে গতকাল সম্পন্ন হয় রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিবাহ। বলিউডের হট কাপল হিসেবে বহুদিন ধরে প্রেম চললেও কবে বিয়ের পিঁড়িতে উঠতে চলেছে রণবীর-আলিয়া জুটি, তা নিয়ে ভক্তদের মধ্যে জোর জল্পনা ছিল। আর গতকাল, 14 ই এপ্রিল সেই সকল যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে মুম্বইতে সাত পাকে বাধা পড়েন কাপুর বংশের সন্তান রণবীর এবং বলিউডের ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ আলিয়া ভাট।

মুম্বইতে জাঁকজমকে ভরা বিয়ের অনুষ্ঠানে করিনা কাপুর, করিশমা কাপুর থেকে আকাশ আম্বানি, করণ জোহরসহ একাধিক উজ্জ্বল নক্ষত্র উপস্থিত ছিলেন। কিন্তু মুম্বই শহর থেকে বহুদূরে আমাদের কলকাতার বুকেও এদিন সম্পন্ন হয় রণবীর-আলিয়ার বিবাহ। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার বালিগঞ্জ 21 পল্লী এলাকায়।

মুম্বই এর সাথে সাথে বঙ্গেও এদিন সাতপাকে বাধা পড়লেন বলিউডের এই হট কাপল এবং অনুষ্ঠানের সৌজন্যে ছিলো টিউটোপিয়া লার্নিং অ্যাপ এবং বালিগঞ্জ 21 পল্লী দুর্গোৎসব সমিতি। তবে দক্ষিণ কলকাতার বুকে যে বিয়ে সম্পন্ন হলো, সেখানে রণবীর-আলিয়া সশরীরে উপস্থিত ছিলেন না বরং নায়ক-নায়িকার আদলে পুতুলদের সাজিয়ে এদিন বিয়ে দেওয়া হয়। বাঙালি রীতি মেনে ঢাকঢোল বাজিয়ে এবং শঙ্খ ও উলূধ্বনির মাঝে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয় বলে জানা গেছে। অনুষ্ঠানে আট থেকে আশি সকল এলাকাবাসীরা যেমন হাজির হন, ঠিক তেমনি ভাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিউটোপিয়া কর্ণধার অনুরাগ চিরিমার থেকে শুরু করে অভিনেত্রী দেবলিনা কুমার, পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং অভিনেত্রী ইন্দ্রানী দত্তসহ একাধিক খ্যাতনামা ব্যক্তি।

বিবাহে হাজির হয়ে এদিন শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, “বাঙালি রীতিতে রণবীর-আলিয়ার বিয়ে হচ্ছে, এর থেকে ভালো আর কিছু হতে পারে না। সকল মানুষ যে এখানে এনজয় করছেন, তা দেখে খুব ভালো লাগছে।” এছাড়াও টিউটোপিয়া অ্যাপ-এর কর্ণধার বলেন, “আমরা আমাদের স্টুডেন্টদের শুধুমাত্র পাঠ্যপুস্তকের জ্ঞানের মধ্যে বেঁধে রাখতে চাই না। আমরা চাই তারা ভারতীয় সংস্কৃতি সম্পর্কে সচেতন হোক।”

রণবীর-আলিয়ার এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে আয়োজকরা বর্তমানে ক্রমবর্ধমান পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়েও সরব হয়। এই বিবাহে যে সকল মানুষেরা উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে রিটার্ন গিফট হিসেবে বোতল ভরে পেট্রোল দেওয়া হয়। ফলে সামাজিক বার্তা প্রদান থেকে শুরু করে অনুষ্ঠানে উপস্থিত বাচ্চা থেকে বয়স্ক সকলের উৎসাহের মাঝে এদিন ধুমধাম করে কলকাতার বুকে সম্পন্ন হয় রণবীর-আলিয়ার বিয়ে।

Sayan Das

সম্পর্কিত খবর