বাংলাহান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর পর একের পর এক অভিযোগের তীর ধেয়ে এসেছে করন জোহরের (karan johar) দিকে। নেপোটিজম থেকে পেশাগত হয়রানি, তার বিরুদ্ধে মুখ খুলেছেন বলিপাড়ার ছোট বড় সব অভিনেতা অভিনেত্রীই। তিনি কঙ্গনা রানাওয়াত (kangana ranawat) কথিত ‘মুভি মাফিয়া’৷ নেটপাড়ার সব ক্ষোভও গিয়ে পড়েছে করনের বিরুদ্ধে। করনের একের পর এক পুরোনো ভিডিও ভাইরাল করে তুলোধনা চলছে পরিচালককে। এবার এমনই একটি ভিডিও সামনে এল রনবীর কাপুরেরও।
কফি উইথ করন শো তেই বিতর্কিত মন্তব্য করে কেরিয়ার শেষ হতে বসেছিল দুই ভারতীয় ক্রিকেটার কে.এল রাহুল ও হার্দিক পাণ্ডিয়ার। এই শোতে বারবার বিতর্কিত মন্তব্য করে বসেছেন শো এর অতিথিরা, কিন্তু তার জন্য করনকে কোনো ঝক্কি পোহাতে হয়নি কোনো দিন।
সম্প্রতি রণবীরের একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যার মধ্যে তিনি ইঙ্গিত করছেন যে করণের শো মোটেও পছন্দ করেন না তিনি। AIB কে দেওয়া একটি ইন্টারভিউতে তিনি বলেন, “আমি কফি উইথ করন শোতে যেতে যেতে ক্লান্ত৷ আমি জানিয়েছিলাম, এই সিজনে আর ঐ শো এর অংশ হতে চাই না। কিন্তু আমাকে বাধ্য করা হয়েছে।”
করনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তিনি আরো বলেন, “এটা ঠিক নয়, শো থেকে করন পয়সা উপার্জন করে যাবে আর সারা বছর মন্তব্য করার জন্য আমরা টার্গেট হয়ে যাব। আমরা হ্যাম্পার ছাড়া আর কিছুই পাই না ঐ শো থেকে। ”
Reality Of So Called Coffee With Karan #karanjohar Forces Everyone To Come On Their Show And Speaks What he Wants To.
Ranbir Said To Stop That It's Not Fair. #FIRForSushantUnder302 pic.twitter.com/oaMKfWxVpq
— 𝐊𝐚𝐩𝐭𝐚𝐚𝐧 𝐍𝐞𝐢𝐥 (@Neil_Panchtilak) June 22, 2020