নেটিজেনদের তোপের মুখে রণবীর কাপুর তবে আগল টানলেন ভক্ত নিজেই

 

বাংলা হান্ট ডেস্ক : রণবীর কাপুর, বলিউড এর একটি জনপ্রিয় নাম। ভক্তসংখ্যা কম না তার।একটিবার তাঁকে দেখার জন্য অনেকই অপেক্ষা করে থাকেন। ‘ব্রহ্মাস্ত্র’ শ্যুটিংয়ের জন্য এই মুহূর্তে রণবীর রয়েছেন বারাণসী তে। আর সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করার জন্য হাজির হয়েছিলেন তাঁর এক পরম ভক্ত। উপহার হিসাবে চকোলেট ও একটি অ্যালবাম নিয়ে যান ওই ভক্ত।সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে রণবীরের সঙ্গে ওই ভক্তের দেখা করার ভিডিয়ো। যেখানে দেখা যাচ্ছে রণবীরের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন ওই ভক্ত।

 

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ।যা দেখে বেশকিছু নেটিজেন বিষয়টি নিয়ে কড়া সমালোচনা করেন। একজন মন্তব্য করেছেন, “আমি বুঝিনা কেন অনেকে অভিনেতাদের ভগবানের চোখে দেখেন।

fed4b img 20190611 wa0040

তাঁরা আমাদের মতোই সাধারন মানুষ।” তবে অনেকেই আবার রণবীরের সমর্থনে মুখ খুলেছেন। তাঁদের মতে ”রণবীর এক্কেবারেই তাঁর ভক্তের সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি খুবই স্বাভাবিক ভাবেই বিষয়টি নিয়েছেন, তিনি কাউকে ছোট করার জন্য এমন করেননি।

সম্পর্কিত খবর