বিয়ের পরেই একের পর ফাঁড়া! ‘শামশেরা’ ফ্লপের পর আগুন লেগে গেল রণবীরের সিনেমার সেটে, ভাইরাল ভয়াবহ ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিয়ের পর থেকে একটার পর একটা খারাপ ব‍্যাপার ঘটে চলেছে রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে। প্রথমে ‘শামশেরা’ তুমুল ফ্লপ। এবার অভিনেতার আগামী ছবির সেটেও আগুন লেগে গেল। সোশ‍্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভিডিও।

পরিচালক লভ রঞ্জনের আগামী ছবিতে রণবীরের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। অন্ধেরি স্পোর্টস কমপ্লেক্সের কাছে চিত্রকূট গ্রাউন্ডে বানানো হয়েছিল সেটটি। জানা যাচ্ছে, ছবির একটি গানের শুটের জন‍্য বানানো হয়েছিল ওই সেট। এদিন হঠাৎ করেই সেই সেটে আগুন লেগে যায়।


সূত্র মারফত জানা যাচ্ছে, বিকেল সাড়ে চারটে নাগাদ সেটে আগুন ধরে যায়। নিমেষের মধ‍্যে দাউদাউ আগুন আকাশ ছোঁয়। ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, ঘন কালো ধোঁয়া ঢেকে দিয়েছে মুম্বইয়ের আকাশ। সেটে রাখা কিছু কাঠের কাঠামোতে আগুন লেগে গিয়েছিল বলে খবর, তবে আগুন লাগার কারণ এখনো স্পষ্ট হয়নি। আটটি দমকলের গাড়ি গিয়ে ওই বিধ্বংসী আগুন নেভায়।

সেটটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেলেও একটাই সান্ত্বনার খবর, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রণবীরের ছবির সেটের পাশেই অন‍্য একটি সেটে শুটিং করছিলেন সানি দেওলের ছেলে রাজবীর দেওল। তাঁর ডেবিউ ছবির শুটিং করছিলেন তিনি। আগুন ওই সেটেও পৌঁছে গেলে তড়িঘড়ি শুটিং বন্ধ করে দেওয়া হয়। সমস্ত কলাকুশলীদের সুরক্ষিত ভাবেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগে মুক্তি পেয়েছে রণবীর অভিনীত শামশেরা। কিন্তু প্রথম দিনে যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক কম, মাত্র ১০.২৫ কোটি টাকা তুলেছিল শামশেরা। ষষ্ঠ দিনে আনুমানিক ২.৩০ কোটি টাকার ব‍্যবসা করেছে এই ছবি। আর প্রথম সপ্তাহে শামশেরার বক্স অফিস কালেকশন মোট ৩৯.৭৫ কোটি।

সম্পর্কিত খবর

X