বাংলাহান্ট ডেস্ক: টানা চার বছরের বিরতি শেষ করে নতুন উদ্যমে পর্দায় ফিরে এসেছেন রণবীর কাপুর (Ranbir Kapoor)। কিন্তু তাঁর কামব্যাক ছবি ‘শামশেরা’ (Shamshera) যতটা উন্মাদনা তৈরি করার কথা ছিল ততটা করতে পারেনি। বরং ফ্লপের মুখেই পড়েছিল শামশেরা। সেই ছবির ব্যর্থতার ধাক্কা কাটিয়ে ‘ব্রহ্মাস্ত্র’র জন্য তৈরি হচ্ছেন রণবীর। কিন্তু শামশেরা ফ্লপ হল কেন?
উল্লেখ্য, শামশেরার বিরুদ্ধেও বয়কটের ডাক উঠেছিল। সঞ্জয় দত্তকে হিন্দু খলনায়ক হিসাবে দেখানোয় চটেছিলেন অনেকেই। বলিউডের বিরুদ্ধে হয়েছিল নেতিবাচক প্রচার। তার বিরূপ প্রভাবই কি পড়েছিল শামশেরার উপরে? রণবীরের বক্তব্য অবশ্য অন্য রকম।
সম্প্রতি দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে নেতিবাচক প্রচার এবং বলিউডের বয়কট সংষ্কৃতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল রণবীরকে। বলিউডকে কি অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে? প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, “আমি নিজের উদাহরণই দেব। অন্য ছবির ব্যাপারে কিছু বলতে চাই না। প্রায় দেড় মাস আগে আমার ছবি শামশেরা মুক্তি পেয়েছিল। আমার কোনো নেতিবাচকতা অনুভব হয়নি।”
রণবীর আরো বলেন, কোনো ছবি যদি বক্স অফিসে না চলে তার একটাই কারণ, দর্শকদের ছবি পছন্দ হয়নি। সবকিছু গল্পের উপরে নির্ভর করে। ভাল ছবি বানালে, বিনোদন দিতে পারলে দর্শকরা নিশ্চয়ই হলে গিয়ে ছবি দেখবেন। কোনো ছবি না চলার কারণ কোনো বয়কটের ডাক নয়, বরং ছবির খারাপ গল্প।
গত ২২ জুলাই মুক্তি পেয়েছিল করন মালহোত্রা পরিচালিত শামশেরা। ট্রেলারটি বেশ পছন্দ হয়েছিল দর্শকদের। দ্বৈত চরিত্রে রণবীর এবং খলনায়ক হিসাবে সঞ্জয় দত্তের রসায়নও জমাটি হবে বলেই মনে করা হয়েছিল। সেই হিসাবে ছবির আগাম বুকিংয়ের অঙ্কটাও ছিল দেখার মতো। এমনকি বলিউডের শেষ ব্লকবাস্টার ‘ভুলভুলাইয়া ২’ এর আগাম বুকিংকেও ছাপিয়ে গিয়েছিল শামশেরা।
কিন্তু ছবিটি মুক্তির প্রথম দিনেই হতাশ করে দর্শকদের। প্রথম দিনে যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক কম, মাত্র ১০.২৫ কোটি টাকা তুলেছিল শামশেরা। প্রথম সপ্তাহে শামশেরার বক্স অফিস কালেকশন ছিল মোট ৩৯.৭৫ কোটি। দিন এগোনোর সঙ্গে সঙ্গে দর্শক কমেছে শামশেরার। করোনা পরবর্তী সময়ে শামশেরাই দ্বিতীয় ছবি যা সবথেকে বেশি হল পেয়েছে। প্রায় ৪০০০ এরও বেশি হল পেয়েছিল রণবীরের ছবি। কিন্তু দর্শক সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় অনেক শো বাতিল করতে হয়েছিল।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!