আচমকাই একসাথে ধরা পড়লেন রণবীর আলিয়া, লজ্জায় মুখ লুকালেন রণবীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্রেমকাহিনি এখন আর কারওরই অজানা নয়। প্রথমে এই নিয়ে লুকোছাপা করলেও এখন সবার সামনেই চুটিয়ে প্রেম করছেন তাঁরা। নেটিজেনরা নামও দিয়েছেন এই জুটির ‘রণলিয়া’। একসঙ্গে দুজনে ছবিও করতে চলেছেন। আলিয়া-রণবীর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংও চলছে পুরোদমে।

সম্প্রতি রানি মুখার্জির বাড়িতে খ্রীস্টমাস পার্টির আয়োজন ছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রণবীর কাপুর ও আলিয়া ভাটও। একই গাড়িতে এসেছিলেন তাঁরা। এদিকে তাঁদের অপেক্ষায় বসেছিলেন পাপারাৎজিও। গাড়ি থেকে নামতেই তাঁদের ঘিরে ওঠে জ্বলে ওঠে ক্যামেরার ফ্ল্যাশ। ক্যামেরার সামনে আলিয়াকে বেশ স্বতঃস্ফূর্ত লাগলেও রণবীর গাড়ি থেকেই নেমেই মুখ ঢেকে ফেলেন।

রণবীরের এই কাণ্ড দেখে স্বাভাবিক ভাবেই অবাক হয়েছেন নেটিজেনরা। তাদের বক্তব্য, রণলিয়া জুটির প্রেমকাহিনি সম্পর্কে যখন সকলেই অবহিত তখন এমন ভাবে ক্যামেরার সামনে মুখ ঢাকার কারণ কী রণবীরের। আবার একাংশ বলছেন, হয়তো পাপারাৎজিকে দেখে ক্ষণিকের জন্য হকচকিয়ে গিয়েছিলেন রণবীর। প্রথমে মুখ ঢাকলেও পরে অবশ্য আলিয়াকে নিয়ে দিব্যি পোজ দেন অভিনেতা। এমনকি ক্যামেরার সামনেই আলিয়ার কাঁধে হাত রেখে তাঁকে নিয়ে বাড়ির মধ্যে ঢুকে যান তিনি। তাঁর কাণ্ড দেখে লজ্জা পেয়ে হাসতে শুরু করেন অভিনেত্রীও।

প্রসঙ্গত, এই মুহূর্তে বারাণসীতে চলছে ‘ব্রহ্মাস্ত্র’র শুটিং। মানালিতেও ছবির কিছুটা অংশ শুট হয়েছে। কিছুদিন আগেই বারাণসীতে গঙ্গার ঘাটে আলিয়া-রণবীরের একটি নাতের দৃশ্য ফাঁস হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। অরিজিত সিংয়ের গানের তালে নাচতে দেখা যায় তাঁদের। এছাড়াও শুটিংয়ের নানা দৃশ্যের ছবিও ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়। পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তি পাবে আগামী বছর।

X