বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিয়ের পরেরদিনই প্রবল ট্রোলিংয়ের শিকার হলেন রণবীর কাপুর। গতকালই বলিউডের তারকা বিবাহ সম্পন্ন করেছেন ভারতীয় সিনেমা জগতের আরও একটি নক্ষত্র আলিয়া ভাটের সাথে। দুজনের বিয়ে এখন সংবাদমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, সব জায়গার আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। গতকালই তাদের বিবাহের সুন্দর সুন্দর সব ছবি সোশাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল রয়েছে। কিন্তু একদিন গড়াতেই রণবীর কাপুর-কে নিয়ে শুরু হয়েছে ট্রোলিংয়ের বন্যা।
রণবীর কাপুরের ফুটবল প্রীতির কথা কারোর অজানা নয়। সুযোগ পেয়েই ইউরোপিয়ান ফুটবলের বড় ম্যাচগুলি দেখতে ইউরোপ পাড়ি জমান তিনি। তিনি লিওনেল মেসির একজন আদ্যন্ত ভক্ত, সেই সূত্রেই তিনি দীর্ঘদিন ধরে এফসি বার্সেলোনারও ভক্ত। বার্সার ম্যাচ দেখতে অনেকবার মাঠে উপস্থিত দেখা গিয়েছে তাকে। তার সাধের স্প্যানিশ ক্লাব কাল ইউরোপা লিগে খাতায় কলমে অনেকটাই দুর্বল এনরিচ ফ্রাঙ্কফুর্ট নামক জার্মান ক্লাবটির কাছে হেরে গিয়েছে। তাই সোশ্যাল মিডিয়ায় ফুটবল অনুরাগীরা সদ্যবিবাহিত রণবীর কাপুরের বার্সেলোনার জার্সি গায়ে দেওয়া ছবি শেয়ার করেছেন আর বলেছেন যে “রণবীরই হলেন একমাত্র এমন বার্সা ফ্যান, যিনি কাল রাতে শান্তিতে ঘুমোতে পেরেছেন।”
প্রসঙ্গত মরশুমটা শুরু থেকেই খুব খারাপ চলছিল বার্সেলোনার। লা লিগার লড়াইয়ে শুরু থেকেই পিছিয়ে পড়েছিল ক্লাবটি। এলিমিনেট হয়ে যেতে হয়েছিল কোপা দেল রে থেকে। চ্যাম্পিয়ন্স লিগের গ্রূপপর্বও টপকাতে পারেনি ক্লাবটি। ইউসিএল-এর গ্রূপে তিন নম্বরে ফিনিশ করায় নেমে যেতে হয়েছিল ইউরোপা লিগে। তারপর ডাচ ম্যানেজার রোনাল্ড কোম্যান-কে সরিয়ে তার জায়গায় ক্লাবের কিংবদন্তি ফুটবলার জাভি-কে কোচ করে আনা হয়। এরপর থেকে পারফরম্যান্সে উন্নতি হতে থাকে বার্সার। সম্প্রতি টানা ১৬ ম্যাচ অপরাজিত ছিল তারা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে তাদের ঘরের মাঠে ৪-০ ফলে হারিয়েছিল ক্লাবটি।
সম্প্রতি ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের। স্প্যানিশ ক্লাবটি জাভি দায়িত্বে আসার পর লা লিগায় দুই নম্বরে উঠে এসেছিল। সেখানে ফ্রাঙ্কফুর্ট জার্মান লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে। তাও গত সপ্তাহে তাদের ঘরের মাঠে বার্সার সাথে প্রথম লেগের খেলায় তারা ১-১ ফলে ড্র করে। অশনি সংকেত অনেকেই দেখেছিলেন তখন। এরপর কাল বার্সার ঘরের মাঠে আশ্চর্যজনকভাবে ৩-২ ফলে উড়িয়ে দেয় তারা। ম্যাচের ৪ মিনিটে প্রথম গোল করে তারা পেনাল্টি থেকে। ৯০ মিনিট অবধি ৩-০ ফল ধরে রাখে তারা। অতিরিক্ত সময় হিসাবে জোড়া ১১ মিনিটে ২ গোল শোধ করে বার্সা। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। কাল আশ্চর্যজনক ভাবে বার্সেলোনা ঘরের মাঠে ৩০,০০০ ফ্রাঙ্কফুর্ট সমর্থক উপস্থিত হয়। সাধারণত বাইরের টিমের ভক্তদের জন্য এত টিকিট বরাদ্দ হয় না। সেই জার্মান ক্লাবের ফ্যানরা ক্যাম্প ন্যু-এর আবহাওয়াই বদলে দিয়েছিলেন। কিভাবে এত টিকিট ফ্রাঙ্কফুর্ট ভক্তরা জোগাড় করলো তা পরিষ্কার নয়, মনে করা হচ্ছে বার্সেলোনার ভক্তরাই ম্যাচটিকে খুব একটি গুরুত্ব না দিয়ে ফ্রাঙ্কফুর্ট ভক্তদের নিজেদের টিকিট বিক্রি করেছিলেন। ম্যাচ হেরে বার্সেলোনা কোচ জাভি বলেছেন, “একবারও মনে হয়নি আমরা ঘরের মাঠে খেলছি, আমরা আশা করেছিলাম ৯০,০০০ দর্শক আসনের বেশিরভাগটাই আমাদের ক্লাবের ভক্তরা থাকবেন, কিন্তু তা হয়নি, বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।”