বাংলাহান্ট ডেস্ক : হিন্দু মহাকাব্য রামায়ণ (Ramayana) নিয়ে বহু যুগ ধরে নানান রকম ভাবে চর্চা হয়ে আসছে। রাম সীতার অমরগাথা বইয়ের পাতা ছাড়িয়ে জায়গা করে নিয়েছে সেলুলয়েডের পর্দায়। সিরিয়াল থেকে শুরু করেছে অ্যানিমেটেড সিরিজও তৈরি হয়েছে রামায়ণ নিয়ে। কিন্তু এবার এই মহাকাব্যে পড়তে চলেছে ‘বলিউডি তড়কা’। বিপুল বাজেট নিয়ে বলিউডে তৈরি হচ্ছে রামায়ণ (Ramayana)। সেখানে দশরথ পুত্রের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে।
রণবীরের রামায়ণ (Ramayana) নিয়ে বড় আপডেট
নীতিশ তিওয়ারি পরিচালিত রামায়ণ (Ramayana) নিয়ে জল্পনা অব্যাহত রয়েছে দীর্ঘদিন ধরে। রাম এবং সীতা, এই দুই পৌরাণিক চরিত্রই হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পূজনীয়। এই দুই চরিত্রে কারা অভিনয় করবেন তা নিয়ে চলছিল চর্চা। রণবীর কাপুরকে শ্রীরাম হিসেবে মেনে নিতে অনেকেই আপত্তি করেছিলেন প্রথমে। তবে শেষমেষ তাঁকে নিয়েই শুরু হয় শুটিং। এবার রামায়ণ (Ramayana) নিয়ে এল বড় আপডেট।
আরো পড়ুন : প্রেম ভেঙেছে দুজনেরই, ‘ফুলকি’র সেটে নতুন গল্পের আভাস! পরস্পরেই আশ্রয় খুঁজছেন অভিষেক-শার্লি?
কবে মুক্তি পাবে ছবি?
নীতিশ তিওয়ারি এবং প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে, দুভাগে মুক্তি পাবে রামায়ণ (Ramayana)। প্রথম ভাগটি মুক্তি পাবে ২০২৬ সালের দিওয়ালিতে। আর দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে ২০২৭ এর দিওয়ালিতে। অর্থাৎ এখনো দু বছর অপেক্ষা করতে হবে বড়পর্দায় রামায়ণ দেখার জন্য।
আরো পড়ুন : সদ্যোজাত মেয়েকে চোখে হারাচ্ছেন, ছেলের খোঁজ নেন? কাঞ্চনের বাবা হওয়ার খবরে কী প্রতিক্রিয়া ওশের!
কত বাজেট হতে চলেছে রামায়ণের?
ইতিমধ্যেই রণবীরের রামায়ণ (Ramayana) নিয়ে প্রকাশ্যে আসা বিভিন্ন তথ্য ছবিটিকে ঘিরে উন্মাদনা বাড়িয়ে তুলেছে দর্শকদের। শোনা যাচ্ছে, এ যাবৎ এটিই হতে চলেছে সবথেকে বিগ বাজেট ছবি। আর হবে নাই বা কেন! একে তো তারকাখচিত ছবি, উপরন্তু ভিএফএক্সেরও রয়েছে বড় ভূমিকা। সূত্রের খবর মানলে, সব মিলিয়ে প্রায় ৮৩৫ কোটি টাকারও বেশি বাজেটে তৈরি হতে চলেছে ছবিটি। বাজেট আরো বাড়তে পারে বলেও শোনা যাচ্ছে।
যদিও এক সময় শোনা গিয়েছিল, ছবিটি নাকি তৈরিই হবে না। কারণ অর্থ সমস্যা। টাকার অভাবে প্রায় বন্ধই হতে বসেছিল ছবির শুটিং। তবে সেই সঙ্কট কেটেছে। নতুন করে শুরু হয়েছে শুটিং। রামের ভূমিকায় রণবীরের লুক প্রকাশ্যে এসেছে। বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।
View this post on Instagram