ঝগড়া হলেই পুরস্কার ভাঙতেন, ‘মারকুটে’ প্রাক্তন বান্ধবীর কথা ফাঁস রণবীরের

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘ক‍্যাসানোভা’ বলতে যার নাম সর্বাগ্রে মাথায় আসে তিনি রণবীর কাপুর ranbir kapoor। দীপিকা পাডুকোন (deepika padukone), ক‍্যাটরিনা কাইফের (katrina kaif) মতো অভিনেত্রীদের তো বটেই, নিজের বন্ধুর প্রেমিকাকেও ফাঁসাতে ছাড়েননি ঋষি পুত্র। যদিও কোনো সম্পর্কই টেকেনি। আপাতত আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন তিনি, চলছে বিয়ের কথাবার্তাও।

তাঁর দুই প্রাক্তন প্রেমিকারই বিয়ে হয়ে গিয়েছে এখন। তবে এক সময় রণবীর জানিয়েছিলেন, ঝগড়া ঝাঁটির পর এক প্রাক্তন নাকি তাঁর সমস্ত পুরস্কার ছুঁড়ে ছুঁড়ে ভেঙে ফেলত। একবার এক নামী সংবাদ মাধ‍্যমের এডিট‍র রণবীরকে মজার ছলে বলেছিলেন, তাঁর প্রাক্তন প্রেমিকারা নাকি বলেন নিজের ছবির জন‍্য প্রচুর পুরস্কার পেয়েছেন অভিনেতা। সেই তুলনায় তাঁরা কিছুই পাননি।

8nxq2ptyhidfgnua.D.0.Ranbir Kapoor Bachchan Ae Dil Hai Mushkil Movie Stills 640x324 1
সঙ্গে সঙ্গে রণবীর বলেন, “আমার এক বান্ধবী ছিল। যখনি আমাদের ঝগড়া হত ও একটা না একটা পুরস্কার ভেঙে ফেলত। আর আমি চিৎকার করতাম, ওই ফিল্মফেয়ারটায় একদম হাত দেবে না!” স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছিল, রণবীরের বান্ধবীদের সংখ‍্যা তো কম নয়। তা ইনি কোন জন? কিন্তু ওটুকু রহস‍্য ফাঁস করেই মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেতার। ‘মারকুটে’ প্রেমিকার নাম আর আর জানাননি তিনি।

প্রসঙ্গত, বেশ অনেক বছর ধরেই সম্পর্কে রয়েছেন আলিয়া রণবীর। আর গত দু বছর ধরেই তাঁদের বিয়ের খবর শোনা যাচ্ছে। শোনা যায়, ২০১৭ থেকে ডেটিং শুরু করেছেন রণবীর আলিয়া। তবে ২০১৯ এ এসে সম্পর্কটা আনুষ্ঠানিক করেন ‘রণলিয়া’ জুটি।

রণবীর জানিয়েছিলেন, করোনা পরিস্থিতি না থাকলে আগেই বিয়ে সেরে নিতেন তাঁরা। ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, অনেক টাকা খরচ করে বেশি জাঁকজমক করে বিয়ের ইচ্ছা নেই রণবীর বা আলিয়া কারোরই। আসলে তাঁরা দুজনেই ব‍্যক্তিগত জীবনটা সবার চোখের আড়ালে রাখতে ভালবাসেন।

তাই জীবনের এই বিশেষ দিনেও শুধুমাত্র কাছের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদেরই ডাকতে চান তাঁরা। সূত্রের খবর মানলে, মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলেই বিয়ে করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন রণবীর আলিয়া। তবে বিয়েটা কবে হবে তা এখনো জানা যায়নি। আপাতত দুজনেই নিজেদের কেরিয়ার নিয়ে ব‍্যস্ত। আগামী বছর মুক্তি পাচ্ছে আলিয়া রণবীর জুটির প্রথম ছবি ‘ব্রহ্মাস্ত্র’।

Niranjana Nag

সম্পর্কিত খবর