প্রতি রাতে আলিয়া আর রণবীরের মাঝে শোয় এই তৃতীয় ব্যক্তি!

বাংলাহান্ট ডেস্ক: টানা চার পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করার পর গত বছর বিয়ের পিঁড়িতে বসেন রণবীর কাপুর (Ranbir Kapoor) এবং আলিয়া ভাট (Alia Bhatt)। বলিউডের অন্যতম পাওয়ার কাপল তাঁরা। কেরিয়ারের শুরু থেকে একাধিক সম্পর্কে জড়ানোর পর শেষমেষ আলিয়ার কাছে এসে থিতু হন রণবীর। শুধু থিতুই নয়, বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে তড়িঘড়ি গাঁটছড়া বেঁধে ফেলেন দুজনে। ২০২২ এর নভেম্বরে জন্ম হয় একরত্তি রাহার।

একটা সময়ে ইন্ডাস্ট্রির প্লেবয় বলে খ্যাতি ছিল রণবীরের। কিন্তু সেই ভাবমূর্তি এখন ভেঙে ফেলেছেন তিনি। এমনকি এক সাক্ষাৎকারে রণবীর এও বলেছিলেন, আগে তিনি ভাবতেন, প্রেম মানে শুধুই টেংরি কাবাব। কিন্তু আলিয়ার সঙ্গে পরিচয় হওয়ার পর তিনি উপলব্ধি করেছেন যে জীবনে ভাত ডালও জরুরি। তবে সম্প্রতি অভিনেতা ফাঁস করলেন, রাতে আর আলিয়ার পাশে শুতে পারেন না তিনি। কারণ তাঁদের মাঝে থাকে অন্য একজন।

Ranbir alia

এই তৃতীয় ব্যক্তিও রণবীর আলিয়ার খুব কাছের। তিনি হলেন ছোট্ট রাহা কাপুর। এত বড় তারকা হলেও মেয়েকে আয়ার কাছে রাখেননি তাঁরা। রণবীর জানান, তিনি আর আলিয়া ভাগাভাগি করে মেয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তাই রাহার জন্য আলাদা ঘর নয়, নিজেদের মাঝখানেই তাকে নিয়ে ঘুমান তাঁরা।

সম্প্রতি করিনা কাপুর খানের টক শোতে এসে রাহাকে নিয়ে মুখ খোলেন রণবীর। তিনি বলেন, আলিয়ার ডেলিভারির দু তিন মাস আগে থেকেই কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। স্ত্রীর সঙ্গে এক সপ্তাহ হাসপাতালেই ছিলেন রণবীর। লেবার রুমে যখন নাড়ি কেটে সদ্যোজাত রাহাকে তাঁর কোলে দেওয়া হয়, ওই সময়টা সবথেকে স্মরণীয় হয়ে রয়েছে বলেও জানান রণবীর।

নতুন বাবা মা কতটা সামলাতে পারছেন মেয়েকে? অভিনেতা বলেন, ‘আমরা অনেকটাই সাহায্য পেয়েছিলাম। তবুও প্রথম দু মাস রাতের পর রাত নির্ঘুম অবস্থায় কেটেছিল। কারণ প্রথম সন্তান যখন আমাদের মাঝে শোয় তখন একটু নড়াচড়াতেও সতর্ক হয়ে থাকতাম আমরা।’

Niranjana Nag

সম্পর্কিত খবর