পাকিস্তানের পেশোয়ারের ছেলে রণবীর, প্রিয় খাবার গোমাংস! ‘ব্রহ্মাস্ত্র’ বয়কটের আগুনে ঘি

বাংলাহান্ট ডেস্ক: ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra) মুক্তির দিন যত এগিয়ে আসছে ততই বয়কটের ডাক জোরালো হচ্ছে। বিভিন্ন কারণ দর্শিয়ে অনেকদিন থেকেই ছবিটি বাতিল করার কথা বলা হচ্ছে নেটদুনিয়ায়। আমির খানের সঙ্গে রণবীর কাপুরের (Ranbir Kapoor) ‘পিকে’ ছবিতে অভিনয়ের অভিযোগে, ছবিতে হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে বয়কটের ডাক দেওয়া হচ্ছিল। এবার রণবীরের একটি পুরনো ভিডিও বিক্ষোভের বারুদে আগুন লাগালো।

কয়েক বছরের পুরনো একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। ভিডিওটি ‘রকস্টার’ ছবির প্রচারের সময়কার। ভিডিওতে এক সাক্ষাৎকারে নিজের প্রিয় খাবারের ব‍্যাপারে কথা বলতে শোনা যায় রণবীরকে। তিনি জানান, তাঁর পরিবার আসলে পাকিস্তানের পেশোয়ারের। তাই তাঁর খাবার দাবারেও পেশোয়ারি ছোঁয়া রয়েছে।

Ranbir kapoor
এরপরেই রণবীর বলেন, তিনি মাংস প্রেমী। মাটন থেকে শুরু করে গোমাংস সবই খান। বিশেষ করে গোমাংস তাঁর প্রিয়। বহু পুরনো এই ভিডিও নতুন করে ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ‍্যমে। সঙ্গে নেটনাগরিকদের একাংশের দাবি, রণবীরের পরিবার পাকিস্তানের লোক ছিল। গোমাংস ভক্ত। সুতরাং ব্রহ্মাস্ত্র বয়কট করতে হবে।

শুধু এই একটা কারণ নয়। আলিয়া ভাটেরের একটি মন্তব‍্য নিয়েও বয়কটের ডাক উঠেছে। নেপোটিজম নিয়ে প্রায়ই কুকথা শুনতে হয় মহেশ ভাট কন‍্যাকে। সম্প্রতি এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি শুধু মুখে নিজের সপক্ষে বলতে পারব না। আপনাদের যদি আমাকে পছন্দ না হয়, আমার সিনেমা দেখবেন না। আমার কিছু করার নেই। আমার এ বিষয়ে কিছুই করার নেই।”

ব্রহ্মাস্ত্রর ট্রেলারে রণবীরকে জুতো পরে মন্দিরের ঘন্টা বাজাতে দেখেও ক্ষেপেছেন নেটিজেনদের একাংশ। বিষয়টা নিয়ে ধোঁয়াশা কাটিয়ে পরিচালক অয়ন মুখার্জি আগেই জানিয়েছিলেন, ট্রেলারে যেটা মন্দির বলে ভুল করছেন দর্শকরা, সেটা আসলে দূর্গাপুজোর প‍্যান্ডেল। আর প‍্যান্ডেলে সকলেই জুতো পরেই প্রবেশ করে। কিন্তু অয়নের মন্তব‍্যের পরেও শান্ত হননি নেটনাগরিকরা, থামেনি বয়কটের ডাকও।


Niranjana Nag

সম্পর্কিত খবর