‘এখনো পর্যন্ত বিশ্বাসই হয় না…’ আলিয়ার সঙ্গে বিবাহিত জীবন নিয়ে বিষ্ফোরক রণবীর কাপুর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: আলিয়া ভাট (Alia Bhatt) ও রণবীর কাপুর (Ranbir Kapoor) যখন প্রেম করতে শুরু করেন তখন কেউ ভাবতেই পারেননি যে দুজনে আদৌ বিয়ের পিঁড়ি পর্যন্ত পৌঁছোবেন। কারণ রণবীরের অতীতের ট্র‍্যাক রেকর্ড। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেম করেছেন তিনি। কিন্তু সে প্রেম ভেঙেও গিয়েছে। তাই আলিয়া যে শেষমেষ টিকে যাবেন তা অনেকেই ভাবতে পারেননি।

দীর্ঘ পাঁচ বছর প্রেম করার র অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে চার হাত এক হয় রণবীর আলিয়ার। সেই ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ের সময়ে একে অপরের প্রেমে পড়েছিলেন তাঁরা। অনেক টালবাহানার পর বিয়ে সেরেছেন দুজনে। কিন্তু বিয়ের পরেই আলিয়া সম্পর্কে এক বিষ্ফোরক তথ‍্য ফাঁস করেছেন রণবীর।


সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, এখনো পর্যন্ত মনেই হয় না যে তাঁদের বিয়ে হয়েছে। রণবীরের কথায়, “কোনো বিরাট কিছু পরিবর্তন হয়নি। আমরা পাঁচ বছর ধরে একসঙ্গে রয়েছি। আমরা ভেবেছিলাম যে বিয়ে করে নিলেই তাহলে সম্পর্কটা পরিণতি পাবে। কিন্তু আমাদের কিছু প্রতিশ্রুতিও পালন করার ছিল। বিয়ের ঠিক পরদিনই আমরা নিজেদের কাজে বেরিয়ে পড়েছিলাম। আলিয়া ওর শুটে গিয়েছিল আর আমি মানালি।”

রণবীর এও জানান, আলিয়া লন্ডন থেকে ফিরলে আর তাঁর আগামী ছবি ‘শামশেরা’ মুক্তি পেলে সপ্তাহ খানেকের ছুটি নেওয়ার কথা ভাবছেন তাঁরা। নয়তো এখনো পর্যন্ত তাঁদের বিশ্বাসই হচ্ছে না যে তাঁরা বিবাহিত।

হলিউড ছবিতে অভিষেক করতে চলেছেন আলিয়া। শুটিংয়ের জন‍্য আপাতত লন্ডনে রয়েছেন তিনি। স্ত্রীর এই উচ্চাকাঙ্খাকে বরাবরই প্রশংসার চোখে দেখে এসেছেন রণবীর‌। তবে তাঁর নিজের এমন কোনো স্বপ্ন নেই। তিনি যেখানে আছেন সেখানে থেকেই খুশি। আপাতত ‘ব্রহ্মাস্ত্র’ তাঁর স্বপ্ন। রণবীরের মতে, নিজের সংষ্কৃতির মৌলিক বিষয়বস্তু যেটা যথেষ্ট বিনোদনের যোগান দেয়, এমন কিছু সমস্ত দর্শকের মন ছুঁতে সক্ষম হবে।

প্রসঙ্গত, আগামীতে ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে দেখা যাবে রণবীর ও আলিয়াকে। এছাড়া রণবীরের হাতে রয়েছে শামশেরা এবং অ্যানিমাল। অন‍্যদিকে আলিয়াকে দেখা যাবে হলিউড ছবি হার্ট অফ স্টোন এ।

সম্পর্কিত খবর

X